‘কাবালি’ এবার হিন্দিতে, রজনীর চরিত্রে অমিতাভ?

‘কাবালি’ ঝড়ের মাত্র দুদিনের মাথায় শোনা গেল নতুন খবর। হিন্দিতে রিমেইক হবে সিনেমাটি, যার প্রধান চরিত্রে অভিনয় করতে পারেন অমিতাভ বচ্চন।

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 July 2016, 01:16 PM
Updated : 24 July 2016, 01:16 PM

এক গ্যাংস্টারের গল্প ‘কাবালি’। যেখানে ডনের চরিত্রে অভিনয় করেছেন রজনীকান্ত। দুটি ভিন্ন বয়সী চরিত্রে অভিনয় করেছেন তিনি। তার বিপরীতে আছেন রাধিকা আপ্টে।

২২ জুলাই দেশ-বিদেশ মিলিয়ে মোট ১২ হাজার সিনেমা হলে মুক্তি পেয়েছে ‘কাবালি’। মুক্তির প্রথম দিনেই ‘বাহুবালি’ আর ‘সুলতান’-এর রেকর্ড ভাঙা সিনেমাটি ভারতের সর্বকালের সেরা আয়ের সিনেমা হওয়ার পথেই এখন এগুচ্ছে। অবশ্য মুক্তির আগেই ‘কাবালি’ প্রায় ২০০ কোটি টাকার ব্যবসা করেছে বলে দাবি প্রযোজক সংস্থার। 

নিঃসন্দেহে সিনেমাটির প্রধান আকর্ষণ রজনীকান্ত। তার অভিনয় ও সংলাপ দক্ষিণ ভারতীয় দর্শকরা গোগ্রাসে গিলে। তাই টিকিটের জন্য রাতভর লাইন, টিকিট না পেয়ে আত্মহত্যা, রাত ৩টায় প্রথম শো, অফিস ছুটি— কতকিছুই না ঘটেছে!

সেকারণেই এখন হিন্দিতে চলছে সিনেমাটির রিমেইকের পরিকল্পনা। এবার  অমিতাভকে নায়ক করে তৈরি হবে হিন্দি ‘কাবালি’।

‘ডন’ সিনেমার নায়ক অমিতাভকে অনেকদিন গ্যাংস্টার বা মাফিয়া নির্ভর গল্পের সিনেমায় দেখা যায়নি। তাই এমন খবরে বিগ বি-র ভক্তরা দারুণ খুশি।

অবশ্য, রজনীকান্তের জুতোয় পা গলাতে রাজি হবেন কিনা অমিতাভ, সেটাই একটা বড় প্রশ্ন। এনিয়ে সংশয় আছে অনেক, তবে আশা ছাড়ছেন না অনেকেই। তাদের মতে, আগেও রজনী অভিনীত তামিল সিনেমার রিমেকে অভিনয় করেছেন অমিতাভ। তাই আপত্তি করার কিছু নেই। এর ওপর দুই অভিনেতার সুসম্পর্কের কথা অজানা নেই কারো।

হিন্দুস্তান টাইমসের সূত্রমতে জানা যায়, রজনীর ছবিতে দক্ষিণী সংস্কৃতিকে খুব প্রাধান্য দেওয়া হয়। ছবির গল্পে নির্দিষ্ট সংস্কৃতির ছোঁয়া থাকে প্রবল ভাবে। ফলে তামিল কমিউনিটিতে প্রবল জনপ্রিয় হয় সে সব ছবি। তবে সেটা হিন্দিতে ডাবিং হলেও বক্স অফিসে খুব বেশি সাফল্য পায় না। সে কারণেই নাকি ‘কাবালি’র হিন্দি রিমেকে রজনীর চরিত্রে দেখা যাবে অমিতাভকে। 

রজনীর গত দুটি ছবি ‘কোচাদাইয়াঁ’ এবং ‘লিঙ্গা’ তেমন ব্যবসা করতে পারেনি। সেই বিষয়টিকে মাথায় রেখে বহু জায়গায় ছবির সাফল্য কামনায় পুজো-যজ্ঞে মেতে উঠেছেন ভক্তরা। দর্শকদের মুখে মুখে এখন ছবির বিভিন্ন ডায়লগ অনর্গল শোনা যাচ্ছে। অনেকে, এদিন পরপর শোয়ের টিকিট কেটে রেখেছিলেন। যাতে বারবার দেখতে পারেন তাদের প্রিয় তারকাকে। জানা গিয়েছে, বহু ভক্ত এমনকী ফ্যান-ক্লাব থেকে শুরু করে কর্পোরেট সংস্থা বিপুল পরিমাণ টিকিট তুলে রেখেছে।

তবে ‘কাবালি’র হিন্দি ভার্সন নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি এখনো। আপাতত রজনীর সাফল্য উদযাপনে ব্যস্ত সিনেমার নির্মাতা পি এ রঞ্জিত। এরপরই নজর দেবেন অমিতাভের দিকে।