সবার উপরে সালমান, সানি

গত এক দশকে ভারতীয় অভিনেতাদের মধ্যে গুগলে সবচেয়ে বেশি খোঁজা হয়েছে সালমান খানকে। আর অভিনেত্রীদের মধ্যে এই স্থান দখল করেছেন সানি লিওনি।

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 July 2016, 11:46 AM
Updated : 17 July 2016, 11:46 AM

গুগল ইন্ডিয়া সম্প্রতি এই তালিকা প্রকাশ করে। তালিকাটিতে এই সময়ের অভিনয়শিল্পী ছাড়াও প্রকাশ করা হয় সবচেয়ে বেশি খোঁজা বর্ষীয়ান অভিনয়শিল্পী এবং হিন্দি সিনেমার নামও।

একের পর এক ব্যবসাসফল সিনেমা উপহার দিয়ে গত দশকের বক্স-অফিস নিজের দখলেই রেখেছেন ‘দাবাং’ খান। ২০০৯ সালের ‘ওয়ান্টেড’ দিয়ে সাফল্যের যে যাত্রা শুরু করেন সালমান, তা অব্যাহত আছে এখনও। এমনকী সালমান-এর সর্বশেষ সিনেমা ‘সুলতান’ও অর্জন করেছে ব্লকবাস্টার হিটের তকমা।

এছাড়াও, ক্যাটরিনা কাইফ ও ইউলিয়া ভেন্টুরের সঙ্গে প্রেম, মুম্বাইয়ের গাড়িচাপা মামলার রায়, বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ে বেফাঁস মন্তব্য করে বসা- প্রতিনিয়তই এসব ব্যপারে ভারতীয় গণমাধম্যের শিরোনামে এসেছেন সালমান। ফলে গুগলের তালিকাতেও শীর্ষস্থান যে তিনিই দখল করবেন, তা ছিল অনুমেয়ই।

তালিকায় এরপরই রয়েছেন শাহরুখ খান এবং আকশায় কুমার। চতুর্থ এবং পঞ্চম স্থানে রয়েছেন অমিতাভ বচ্চন এবং তামিল সিনেমার মহাতারকা রজনীকান্ত।

অভিনেত্রীর তালিকার শীর্ষে আছেন সানি লিওনি। গত কয়েকবছর ধরেই এই তালিকার শীর্ষে আছেন তিনি। পর্নো তারকা থেকে হিন্দি সিনেমার নায়িকা বনে যাওয়া এই অভিনেত্রীকে ঘিরে বিতর্ক কম হয়নি ভারকজুড়ে। অনেকেই তাকে অভিযুক্ত করেছেন ভারতের যুবসমাজকে ‘ধ্বংসের পথে ঠেলে দেওয়া’র দায়ে। এরমধ্যে গৃহবধূ থেকে শুরু করে রয়েছেন উগ্রপন্থি দলের রাজনৈতিক নেতাও।

এই তালিকায় দ্বিতীয় স্থানে আছেন ক্যাটরিনা কাইফ। সালমানের পর রানবির কাপুরের সঙ্গে ছয়বছরের প্রেম ও সামাপ্রতিক বিচ্ছেদ তাকে বারবার এনেছে শিরোনামে। তারপরেই আছেন কারিনা কাপুর এবং তামিল অভিনেত্রী কাজল আগরওয়াল। বলিউড থেকে হলিউডে পাড়ি জমানো দিপিকা পাড়ুকোন রয়েছেন পঞ্চম স্থানে।

বর্ষীয়ান অভিনয়শিল্পীদের খোঁজার তালিকায় এগিয়ে অমিতাভ বচ্চন এবং রেখা। অভিনেতাদের মধ্যে অমিতাভের পরে শীর্ষ পাঁচে রয়েছেন কমল হাসান, রাজেশ খান্না, মিঠুন চক্রবর্তী এবং রাজকুমার।

অন্যদিকে অভিনেত্রীদের তালিকায় রেখার পরেই রয়েছেন শ্রিদেবী ও মধুবালা। হেমা মালিনি এবং জিনাত আমান রয়েছেন চতুর্থ এবং পঞ্চম স্থানে।

গত দশ বছরে গুগলে খোঁজা শীর্ষ পাঁচ সিনেমার প্রথমে রয়েছে-আমির খান অভিনীত সিনেমা ‘পিকে’। তারপরেই আছে বিদ্যা বালান অভিনীত ‘কাহানি’।

২০১৫ সালের সবচেয়ে আলোচিত সিনেমা ‘বাহুবলি’ রয়েছে তালিকার তৃতীয় স্থানে। ‘আশিকি-টু ‘রয়েছে চতুর্থ স্থানে। তালিকার পঞ্চম স্থানে রয়েছে আমির খানেরই অভিনীত আরেক সিনেমা ‘ধুম-থ্রি’।

গুগলের ভারতীয় অঞ্চলের মার্কেটিং প্রধান সোয়াপ্না চাড্ডা বলেন, “ভারতীয়রা ইন্টারনেটে তাদের প্রিয় তারকার খোঁজ করছে গত এক দশকে। তাই আমরা তাদেরকে আরও বেশি এবং নতুন নতুন তথ্য দেয়ার চেষ্টা করি সবসময়।”

এই তালিকা তৈরি করা হয় ২০০৬ থেকে ২০১৬ এর গুগল সার্চের উপর ভিত্তি করে।