ভারতে নাট্যোৎসবে যাচ্ছে ‘প্রাঙ্গণেমোর’

পশ্চিমবঙ্গে ‘মহিলা পরিচালিত নাট্যোৎসবে’ অংশ নিতে যাচ্ছে বাংলাদেশের নট্যোদল ‘প্রাঙ্গণেমোর’।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 June 2016, 10:06 AM
Updated : 27 June 2016, 10:06 AM

উৎসবে তারা ‘স্বদেশী’ এবং ‘আমি ও রবীন্দ্রনাথ’ নামের দুটি নাটক মঞ্চায়ন করবে।

পশ্চিমবঙ্গের নিভা আর্টস তাদের ২৫ বছরে পদার্পণ ও প্রতিষ্ঠাতা নিভা দেবীর ৩২তম প্রয়াণদিবস উপলক্ষে এই নাট্যোৎসবের আয়োজন করেছে।

উৎসবে ১৪ জন নারী নাট্যনির্দেশকের অংশগ্রহণের কথা রয়েছে, যেখানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে ‘প্রাঙ্গণেমোর’।

১ জুলাই শুরু হওয়া দশদিনব্যাপী নাট্যোৎসবের দ্বিতীয় দিন দুপুরে মঞ্চস্থ হবে ‘স্বদেশী’। একইদিন সন্ধ্যা সাড়ে ৬টায় কলকাতার তপন থিয়েটার মঞ্চে মঞ্চায়িত হবে ‘আমি ও রবীন্দ্রনাথ’।

দুটি নাটকেরই নির্দেশনা ও নাট্যরূপ দিয়েছেন নূনা আফরোজ। নাটক দুটিতে অন্যতম মুখ্য চরিত্রে অভিনয়ও করেছেন তিনি। 

নূনা আফরোজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দীর্ঘ তিন বছর পর তাদের দ্বিতীয় প্রযোজনা ‘স্বদেশী’ মঞ্চায়িত হচ্ছে। এটি হবে ‘স্বদেশী’র ৩০তম প্রদর্শনী। চলতি বছর মঞ্চে আসা দলের নবম প্রযোজনা ‘আমি ও রবীন্দ্রনাথ’ নাটকের সপ্তম প্রদর্শনী হচ্ছে এ আসরে।

উসবে আমন্ত্রণ পাওয়ায় উচ্ছ্বসিত নূনা বলেন, “ভারতের প্রখ্যাত সব নারী পরিচালকদের ভিড়ে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে, এ শুধু আমার একার গর্বের নয়, এ গর্ব নাট্যাঙ্গণের।

“দেশের বাইরেও আমাদের নাটকের একটি আলাদা দর্শকশ্রেণি তৈরি হয়েছে। তারা কিন্তু দলবেঁধে আসবেন আমাদের নাটক দেখতে। আমি মনে করি, এটি আমাদের অনেক বড় অর্জন।”

উৎসবে মঞ্চায়নের পাশাপাশি দুই বাংলার নাট্যচর্চার ধারা নিয়ে নামিদামি সব অভিনেতা-নির্দেশকের মতবিনিময়ও হবে বলে জানান তিনি।