বাংলাদেশি ভক্তদের উদ্দেশ্যে ইলুভেইটির বার্তা

'ইলুভেইটি'র মত আন্তর্জাতিক জনপ্রিয়তা সম্পন্ন একটি ব্যান্ড পারফর্ম করতে চলেছে বাংলাদেশে, এটা যেকোন ব্যান্ড অনুরাগীর জন্যই এসেছিল দারুণ এক সুখবর হয়ে।এমনকি ব্যান্ডটি ঢাকাতে পৌঁছে সেরেও ফেলেছিল কনসার্টের সব প্রস্তুতি। কিন্তু শেষ মূহুর্তে এসে পণ্ড হলো সব। 'নিরাপত্তা জনিত কারণে' বাতিল হয়ে গেছে 'এ নাইট উইথ ইলুভেইটি' কনসার্টটি। 

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 May 2016, 07:46 AM
Updated : 27 May 2016, 07:46 AM

ইলুভেইটি বাংলাদেশ ছাড়বার আগে ব্যান্ডটির সকল ভক্তদের জন্য রেখে গেছে একটি বার্তা,যেখানে বাংলাদেশে শো করতে না পারবার জন্য দুঃখ প্রকাশ করেছেন তারা। 

বার্তার শুরুতেই ব্যান্ডটির ভোকাল শ্রিগেল গ্লাঞ্জম্যান বলেন, "অসাধারণ এই দেশে আপনাদের আতিথেয়তায় আমরা সত্যিই মুগ্ধ। তবে সেই সঙ্গে অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হয়ে জানাচ্ছি, আমরা আজকের সন্ধ্যার শো'তে পারফর্ম করতে পারছি না।"

ইলুভেইটির পাঁড় ভক্তরা- যারা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন এই কনসার্টের জন্য  হতাশা ও ক্ষোভ গ্রাস করেছে তাদের।

পুরো ব্যাপারটি নিতান্তই 'গ্রিন' ইভেন্টস আয়োজকদের এখতিয়ারের বাইরে ছিল বলেই নিশ্চিত করেছেন গ্লাঞ্জম্যান। দুঃখ প্রকাশ করে জানান, "সত্যি কথা বলতে,আমরা অত্যন্ত বিমর্ষ এবং আমরা বিশ্বাস করতে পারছি না এই ঘটনা যে আদৌ ঘটছে।”

ব্যান্ডটির মৌলিক সুরের অন্যতম উৎস সুইস বাদ্যযন্ত্র হারডি-গারডি। এর বাদক অ্যানা মারফি আশ্বাস দিলেন বাংলাদেশে ব্যান্ডটির ভক্তদের আবারও ফিরে আসার। তিনি জানান, "আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী সর্বোচ্চ চেষ্টা করবো বাতিল হয়ে যাওয়া এই শোটির জন্য নতুন একটি সময় নির্ধারণ করার।"

তবে জুনের পাঁচ তারিখের পর থেকেই অ্যানা মারফি, ইভো হেনজি এবং মারলিন সাটার ছেড়ে দিচ্ছেন 'ইলুভেইটি'। দীর্ঘ সময় ধরে তারা 'ইলুভেইটি'র হয়ে বাজিয়েছেন, তাই বাংলাদেশের দর্শকদের সামনে দারুণ এক সুযোগ ছিলো এই লাইন আপের কনসার্টটি দেখার। অবশ্য অ্যানা জানালেন আরেকটি আশার বাণী,পরবর্তীতে কনসার্ট এর সময় ঠিক করা হলে তা বর্তমান লাইন আপ নিয়েই করা হবে বলে জানান তিনি।

সবশেষে বার্তায় বাংলাদেশের ভক্তদের বিদায় জানিয়ে তিনি বলেন, “আমরা আশাবাদী খুব শীঘ্রই আপনাদের সঙ্গে আমাদের দেখা হবে কারণ আপনারা অসাধারণ!”

ওদিকে কনসার্টের আয়োজক গ্রিন ইভেন্টস তাদের ফেইসবুক পেইজে কনসার্ট বাতিল হয়ে যাওয়া প্রসঙ্গে জানায়, “অত্যন্ত দুঃখের সাথে জানাতে হচ্ছে, নিরাপত্তাজনিত জটিলতার কারনে আমাদের আজকের কনসার্টটি স্থগিত করতে হচ্ছে। আমরা নতুন তারিখ নির্ধারনের বিষয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছি। কনসার্টের নতুন তারিখ এবং যারা টিকেটের মূল্য ফেরত চান, এ বিষয়ে খুব শীঘ্রই আপনাদের জানিয়ে দেওয়া হবে। এই অনাকাঙ্খিত ঘটনায় আমরা আন্তরিকভাবে দুঃখিত।”