চারদিনে জুলিয়া রবার্টসের আয় ৩০ লাখ!

দিন প্রতি ৭ লাখ ৫০ হাজার মার্কিন ডলার কারও আয়-- এ কথা শুনলে যে কারো চোখ কপালে উঠে যাবে। তবে এটা সত্যি, মার্কিনঅভিনেত্রী জুলিয়া রবার্টসের দৈনিক পারিশ্রমিক ধরলে এই বিশাল অঙ্কের অর্থই বের হবে।

গ্লিটজ ডেস্কআইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 May 2016, 11:16 AM
Updated : 3 May 2016, 11:16 AM

মাত্র চার দিন কাজ করেছেন ‘মাদারস ডে’ সিনেমার শুটিংয়ে, আর এতেই ৩০ লাখ মার্কিন ডলার পারিশ্রমিক বাগিয়ে নিয়েছেন এই তারকা।আর এই আয় তাকে নিয়ে গেছে হলিউডের সর্বাধিক আয় করা অভিনেত্রীদের কাতারে।

অবশ্য এটাই জুলিয়ার সর্বাধিক আয় নয়। তারকা খ্যাতির সুসময় যখন চলছে, জুলিয়া তখন ২০০০ সালে ‘এরিন ব্রকোভিচ’ সিনেমা থেকেপারিশ্রমিক নিয়েছিলেন ২ কোটি মার্কিন ডলার, জানাচ্ছে ‘ভ্যারাইটি ডটকম’।

নিজের পকেট পূর্ণ হয়েছে ঠিকই, কিন্তু জুলিয়া রবার্টস অভিনীত ‘মাদারস ডে’ বক্স অফিসে রীতিমত ধুঁকছে। মুক্তির সপ্তাহে সিনেমাটি আয়করেছে মাত্র ৮০ লাখ মার্কিন ডলার। মূলত সিনেমাটির প্রতি সমালোচকদের নেতিবাচক মন্তব্যই ভাটা বয়ে এনেছে সিনেমার ব্যবসায়।

গ্যারি মার্শাল পরিচালিত সিনেমাতে আরও অভিনয় করেছেন জেনিফার অ্যানিস্টন এবং কেইট হাডসনের মতো তারকারা।