নির্বাচনে বাধা দিয়ে বিপাকে লকেট

আইনি জটিলতায় ফেঁসে যাচ্ছেন কলকাতার টিভি অভিনেত্রী এবং বিজেপির রাজনীতিবিদ লকেট চ্যাটার্জি।

গ্লিটজ ডেস্কআইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 April 2016, 11:35 AM
Updated : 20 April 2016, 11:35 AM

পশ্চিমবঙ্গের অ্যাসেম্বলি নির্বাচনে প্রিজাইডিং অফিসারের সঙ্গে রূঢ় আচরণই শুধু করেননি, নির্বাচনী প্রক্রিয়ায় বাধা দিয়েছেন তিনি, জানিয়েছে নির্বাচন কমিশন। এরই মধ্যে তার নামে নির্বাচনী কর্মকর্তা মামলা করেছেন অবমাননার অপরাধে।

এবার বীরভূমের মহিশূর প্রদেশ থেকে বিজেপির হয়ে নির্বাচনের ময়দানে লড়াই করছেন ৪৩ বছর বয়সী লকেট। রোববার প্রদেশে নির্বাচনী প্রক্রিয়া চলাকালীন অবস্থায় ঠাট্টা-তামাশার অভিযোগ এনে সংশ্লিষ্ট বুথের প্রিজাইডিং অফিসারের সঙ্গে দুর্ব্যবহার করেন পশ্চিমবঙ্গের ছোট পর্দার এই অভিনেত্রী।

এই ব্যবহারই কাল হয়ে দাঁড়িয়েছে লকেটের রাজনৈতিক ক্যারিয়ারে। অশোভন আচরণ এবং নির্বাচনী প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করার অপরাধে তার নামে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাহী কর্মকর্তা দিব্যেন্দু সরকার।

এদিকে প্রিজাইডিং কর্মকর্তার সঙ্গে লকেটের দুর্ব্যবহারের মূহুর্তটি ভিডিও আকারে ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। এর প্রভাব পড়তে পারে ভোটেও- এমনটাই মনে করছেন অনেকে।