ভালোবাসার দিনে ‘কাছে আসার গল্প'

ভালোবাসার গল্প সব সময়ই মন কাড়ে। আর গল্পটা যদি হয় সত্যি, তাহলে তো কথাই নেই। এমনই তিনটি সত্যিকারের গল্পের নাট্যরূপ দেখার সুযোগ পাবেন দর্শকরা ভালোবাসা দিবসে। 

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Feb 2016, 02:04 PM
Updated : 11 Feb 2016, 02:04 PM

টুথপেস্ট ব্র্যান্ড ক্লোজআপ চতুর্থবারের মতো আয়োজন করে ‘কাছে আসার সাহসী গল্প’ নামে গল্প লেখার প্রতিযোগিতার। এবারের তিন বিজয়ীর গল্প নিয়ে নির্মিত নাটক প্রচারিত হবে ১৪ ফেব্রুয়ারি বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলাভিশনে।

আফসানা কাশেস মিমির লেখা গল্প ‘হাতটা দাওনা বাড়িয়ে’ নিয়ে নাটক বানিয়েছেন শাফায়েত মনসুর রানা। অভিনয় করেছেন তাহসান রহমান খান, জন কবীর, মেহজাবীন।

শাকিল আহসেদ রিসানের লেখা ‘পেন্সিলে আঁকা ভালোবাসা’ গল্প নিয়ে নাটক বানিয়েছেন রুবায়েত মাহমুদ। অভিনয় করেছেন নিলয় আলমগীর ও আনিকা কবীর শখ। বিয়ের পর প্রথমবারের মতো জুটিবদ্ধ হতে দেখা যাবে এই তারকা দম্পতিকে।

শিহাব আর-রাসাদ নির্ঝরের লেখা ‘শত ডানার প্রজাপতি’ গল্প নিয়ে নাটক বানিয়েছেন মাবরুর রশিদ বান্না। অভিনয় করেছেন জোভান ও সাবিলা নূর।

ভালোবাসা দিবসে রাত ৮:৪৫ মিনিট থেকে নাটকগুলো পরপর প্রচারিত হবে।