ডাকোটাকে কেন ভয় পান পুরুষেরা?

প্রথমে এল বই, তারপর সিনেমা - 'ফিফটি শেইডস অফ গ্রে' নিয়ে আলোচনা চলছেই। যৌনতাভিত্তিক এ সিনেমার নায়িকা ডাকোটা জনসন বলছেন, সিনেমাটির কারণে তার প্রতি পুরুষদের আচরণ অনেকটাই পাল্টে গেছে।

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Feb 2016, 11:28 AM
Updated : 11 Feb 2016, 11:28 AM

অনলাইন ট্যাবলয়েড মিররকে ডাকোটা বলেন, তার সঙ্গে কথা বলতে পুরুষরা ভয় পায়। কেন ভয় পায়, এমন প্রশ্নে জবাবে মার্কিন এই অভিনেত্রী বলেন, “আমি জানি না কেন, আপনিই বলুন"।

নিজেকে যথেষ্ট হাসিখুশি এবং সদালাপী বলেই দাবী করলেন ২৬ বছর বয়সী এই তারকা।‘ফিফটি শেডস অফ গ্রে’ সিনেমায় তাকে দেখা যায় সরল এক তরুণী আনাস্তাশিয়া স্টিলের চরিত্রে, যিনি আকৃষ্ট হয়ে পড়েন উগ্র যৌনাচারে অভ্যস্ত ধনী তরুণ ক্রিশ্চিয়ান গ্রের প্রতি। ব্যক্তি ডাকোটার সঙ্গে কথা বলার আগে হয়তো পুরুষরা ভাবেন, গ্রের জুতোয় পা গলানো কখনো সম্ভব হবে না তাদের পক্ষে!

ডাকোটা বললেন, “কিছু মানুষ মনে করেন আমি এসবে আগ্রহী, কিন্তু তা সত্যি নয়।”

"আমি একজন অভিনেত্রী। আমি ভান করি। আমার মনে হয় এই ব্যাপারটি অনেক তারকার সঙ্গেই ঘটে। মানুষ মনে করে তারা পর্দায় যে চরিত্রগুলোতে অভিনয় করেন, বাস্তবেও তারা তেমনই।”