ফ্রান্সে পুরস্কৃত ‘আন্ডার কন্সট্রাকশন’

শুধু এশিয়ানদের নির্মিত চলচ্চিত্র নিয়ে ইউরোপের অন্যতম এবং সবচেয়ে পুরনো উৎসব চলচ্চিত্র ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ এশিয়ান সিনেমার ২২তম আসরে তিনটি পুরস্কার জিতেছে রুবাইয়াত হোসেনের ‘আন্ডার কন্সট্রাকশন’।

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Feb 2016, 11:10 AM
Updated : 11 Feb 2016, 11:10 AM

ইন্টারন্যাশনাল জুরি অ্যাওয়ার্ড, এমিলি গিমে জুরি অ্যাওয়ার্ড এবং স্পেশ্যাল মেনশন অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছে ‘আন্ডার কন্সট্রাকশন’।

প্রযোজনা সংস্থা খনা টকিজ জানায়, ১০ ফেব্রুয়ারি এশীয় চলচ্চিত্র নিয়ে ইউরোপের গুরুত্বপূর্ণ এই উৎসবের সমাপনী অনুষ্ঠানে পুরস্কার তুলে দেওয়া হয় ‘আন্ডার কন্সট্রাকশন’ পরিচালক রুবাইয়াত হোসেনের হাতে।

উৎসবে সিনেমাটি সম্পর্কে বলা হয়, “এটি বাংলাদেশের একজন নারী নির্মাতার সাহসিকতাপূর্ণ চলচ্চিত্র যা সমাজের একেবারে মর্মস্থলে স্থান করে নেয়, কিন্ত নারী হিসাবে কোনো রূপ পক্ষপাত ছাড়াই এটি একটি মাস্টারপিস।”

৪ ফেব্রুয়ারী শুরু হওয়া এই উৎসবে যোগ দিতে রুবাইয়াত হোসেন ও অভিনেত্রী শাহানা গোস্বামীকে আমন্ত্রণ জানায় উৎসব আয়োজকরা।

এমিলি গিমে অ্যাওয়ার্ডের স্পন্সর গিমে মিউজিয়ামের উদ্যোগে এপ্রিল মাসে সিনেমাটি প্যারিসে প্রদর্শিত হবে।

ঢাকা শহরের প্রেক্ষাপটে মধ্যবিত্ত এক নারীর আত্ম-অনুসন্ধানের কাহিনি নিয়ে নির্মিত ‘আন্ডার কন্সট্রাকশন’ প্রেক্ষাগৃহে মুক্তি পায় ২২ জানুয়ারি। ঢাকার চারটি প্রেক্ষাগৃহে তৃতীয় সপ্তাহ পার করে ফেলা সিনেমাটি দেশব্যাপি প্রর্দশনেরও উদ্যোগ নেয়া হচ্ছে।