দুর্বার গতিতে এগুচ্ছে 'এয়ারলিফট'

আকশায় কুমার অভিনীত 'এয়ারলিফট' সিনেমার সাফল্যের ঘোড়া ছুটেই চলেছে। শত কোটির ক্লাবে নাম লিখিয়েছে সম্প্রতি। এবার ছাড়িয়ে গেল শাহরুখ খান আর আমির খানের অন্যতম সফল দুটি সিনেমার বক্স অফিস রেকর্ড।

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Feb 2016, 11:42 AM
Updated : 7 Feb 2016, 11:42 AM

মুক্তির ১৫ দিনের মাথায় সিনেমাটি আয় করে ফেলেছে ১১৪ কোটি রুপির। আর পেছনে ফেলেছে আমিরের 'গাজিনি' এবং শাহরুখের 'রা ওয়ান' সর্বমোট আয়কে।

যদিও 'রাওডি রাঠোর' এখনও আকশায়ের ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্যের তকমাটা ধরে রেখেছে, 'এয়ারলিফট' ইতোমধ্যেই বাগিয়ে নিয়েছে দ্বিতীয় স্থানটি। 'রাওডি রাঠোর' এর ১৩৩ কোটি রুপি আয়ের রেকর্ড ভাঙাটা 'এয়ারলিফট' এর জন্য এখন সময়ের ব্যাপার।

একই সঙ্গে ভারতের সবচেয়ে ব্যবসাসফল সিনেমাগুলোর তালিকায় ২৭ নম্বরে অবস্থান করছে 'এয়ারলিফট'। আন্তজর্াতিক বাজারসহ মোট আয়ে ২০০ কোটি রুপির অঙ্ক ছুঁতে আর মাত্র ২ কোটি রুপি আয় করা বাকি।

'এয়ারলিফট' নির্মিত হয়েছে নব্বইয়ের দশকে ইরাক-কুয়েত যুদ্ধের প্রেক্ষাপটে কুয়েতে আটকা পড়া প্রায় দু লাখ ভারতীয়ের দেশে ফেরার বাস্তব কাহিনি অবলম্বনে। আকশায় কুমার ছাড়াও অভিনয় করেছেন নিম্রাত কাউর, পুরবী ঘোষ।