স্পিলবার্গকে ইরফানের 'না'

স্টিভেন স্পিলবার্গের মতো নির্মাতার সিনেমায় অভিনয়ের সুযোগ কোনো অভিনেতাই হয়তো হাতছাড়া করতে চাইবেন না। কিন্তু সেটাই করে এখন আলোচনায় ভারতীয় অভিনেতা ইরফান খান।

গ্লিটজ ডেস্কআইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Feb 2016, 09:38 AM
Updated : 5 Feb 2016, 09:38 AM

একটি বিবৃতিতে নিজের অপারগতার কথা জানিয়ে ইরফান বলেন, "একজন অভিনেতা হিসেবে আমার কাছে চরিত্রটি নিজের মতো করে গড়ে তোলার জন্য প্রয়োজনীয় উপকরণ ছিল না বলেই মনে হয়েছে। এজন্যই আমাকে না বলতে হয়েছে... নয়তো কে না স্পিলবার্গের সঙ্গে কাজ করতে চায়?।"

এরই মধ্যে অস্কারজয়ী 'স্লামডগ মিলিয়নিয়ার', 'লাইফ অফ পাই' এবং সবশেষে সর্বকালের সবচেয়ে ব্যবসাসফল সিনেমার তালিকায় উপরের দিকে থাকা 'জুরাসিক ওয়াল্ডর্' সিনেমায় অভিনয় করে দর্শক ও সমালোচক মহলে নাম কামিয়েছেন ৪৯ বছর বয়সী ইরফান। নাম না প্রকাশিত হওয়া স্টিফেন স্পিলবার্গের এই সিনেমায় সহকর্মী হিসেবে পেতেন স্কারলেট জোহানসনকে। তবে সেটি আর হচ্ছে না।

জানালেন এখন প্রতিটি চরিত্রই ভেবে চিন্তে বাছাই করেন তিনি।

"ক্যারিয়ারের এই পর্যায়ে আমার দর্শককে চমকে দিতে আমি আমার প্রত্যেকটা চরিত্র দিয়েই আমার সেরাটা দেয়ার চেষ্টা করি। আশা করি ভবিষ্যতে দারুণ এবং মোড় ঘুরিয়ে দেওয়া কোনো ঘটনা ঘটবে আমার মতো একজন শিল্পীর জন্য যেটা বাদ দেয়ার কোনো সুযোগ আমার হাতে থাকবে না।"