এবার অ্যাডেলকে চটিয়েছেন ট্রাম্প

মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি হওয়ার পথে কতটুকু এগিয়েছেন তা বলা কঠিন, তবে প্রচার চালাতে গিয়ে দুনিয়ার বিভিন্ন প্রান্তের মানুষকে নানা ভাবে চটিয়ে দেয়ার কাজটি সাফল্যের সঙ্গেই করছেন ডোনাল্ড ট্রাম্প।

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Feb 2016, 11:23 AM
Updated : 3 Feb 2016, 11:23 AM

সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের এই রিপাবলিকান প্রার্থী নিজের প্রচারে ব্যবহার করেছেন ব্রিটিশ সঙ্গীতশিল্পী অ্যাডেলের গান। আর তাতেই চটেছেন তিনি।

সম্প্রতি আইওয়া রাজ্যে ট্রাম্পের সমর্থনে একটি মিছিলে বাজানো হয় অ্যাডেলের অন্যতম জনপ্রিয় গান 'রোলিং ইন দ্য ডিপ'। বিষয়টিকে ভালোভাবে নেননি ব্রিটিশ সঙ্গীত তারকা। অ্যাডেলের পক্ষ থেকে তার মুখপাত্র ট্রাম্পকে অভিযুক্ত করে বিবৃতি দেয়।

বিবৃতিতে অ্যাডেলের মুখপাত্র জানান, "অ্যাডেল তার গানকে কোনো প্রকার রাজনৈতিক প্রচারণার অংশ হিসেবে ব্যবহার করার অনুমতি দেননি"। তবে অনুমতি ছাড়া গান ব্যবহার করায় কোনো আইনি পদক্ষেপ নিচ্ছেন কি না সে বিষয়ে কিছু জানাননি অ্যাডেল।

গত বছরও অনুমতি না নিয়ে আর ই এম ব্যান্ডের গান ব্যবহার করা হয় ট্রাম্পের রাজনৈতিক প্রচারণায়। 'এন্ড অফ দ্য র‍্যালি' গানটি ব্যবহার করায় ভীষণ চটে গিয়েছিলেন রক ব্যান্ডটির সদস্যরা।