নিজেকে 'হিন্দু' বলতে ভয় পাচ্ছেন অনুপম খের

ভারতে ধর্মীয় অসহিষ্ণুতা প্রসঙ্গে মন্তব্য করে তীব্র সমালোচনার শিকার হয়েছিলেন দুই খান - শাহরুখ এবং আমির। তখন সবার সঙ্গে গলা মিলিয়ে তাদের সমালোচনা করতে ছাড়েননি বর্ষীয়ান অভিনেতা অনুপম খেরও। কিন্তু এবার নিজেই প্রকাশ করলেন শঙ্কা।

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Feb 2016, 09:15 AM
Updated : 2 Feb 2016, 09:15 AM

পশ্চিমবঙ্গের দৈনিক আনন্দবাজার অনুপমের কথাকে তুলে ধরেছে এভাবে, “প্রত্যেকেই এখন তাঁদের পেশায় ভয়ে দিন কাটান। এমনকি নিজেকে এখন হিন্দু বলে পরিচয় দিতেও আমার ভয় করে।”

ধর্মীয় অসহিষ্ণুতা প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে শঙ্কা প্রকাশ করেছিলেন আমির খান। তিনি বলেছিলেন, মাঝে মাঝে দেশ ছেড়ে চলে যাওয়ার মতো বিষয়ও আলাপ হয় তার পরিবারে। তখন আমিরের তীব্র সমালোচনা করেছিলেন অনুপম। কিন্তু তিনি এবার বললেন, “কপালে তিলক লাগাতে বা গেরুয়া কাপড় পড়তেও আজকাল ভয় করে। কারণ, এর পেছনেও আজকাল অন্য কারণ ভেবে নিতে পারে। আমাকে আরএসএস বা বিজেপির সমর্থকও ভেবে নেয়া হতে পারে।”

ভারতে কোনো ধরনের অসহিষ্ণুতা নেই - এতদিন এমন জোরালো অবস্থানের জানান দেয়া অনুপম হঠাৎ কেন সুর বদলালেন, এমন প্রশ্নই এখন উঠছে বিভিন্ন মহলে।