‘সন্তান জন্ম দেয়া ছাড়া পুরুষের দরকার নেই’

'মেরি কম'-এর অলিম্পিক পদকজয়ী সাহসী মল্লযোদ্ধা তিনি, 'কোয়ান্টিকো'র স্বাধীনচেতা এফবিআই এজেন্ট আর 'বাজিরাও মাস্তানি'তে এমন এক গৃহবধূ যে নিজের আত্মসম্মানের বিষয়ে এতটুকু ছাড় দিতে নারাজ - বাস্তবের প্রিয়াঙ্কা চোপড়া যেন এসব গুণের সম্মীলন। নারী অধিকার নিয়ে বরাবরই সরব এই অভিনেত্রী এবার বললেন, সন্তান জন্ম দেয়া ছাড়া আর কোনো কিছুর জন্য পুরুষের ওপর নির্ভর করার প্রয়োজন দেখেন না তিনি।

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Jan 2016, 10:37 AM
Updated : 30 Jan 2016, 10:37 AM

পশ্চিমবঙ্গের দৈনিক আনন্দবাজারের এক প্রতিবেদনে প্রিয়াঙ্কার মন্তব্যটি তুলে দেয়া হয়েছে এভাবে। 

"সন্তান জন্ম দেয়া ছাড়া আমার জীবনে পুরুষের কোনো প্রয়োজন নেই।"

গণমাধ্যমের সামনে সেদিন নারীদের উদ্দেশ্যে পিসি আরো বলেন, এখন মেয়েদের আরো দৃঢ় চরিত্রের হয়ে ওঠা জরুরি। পুরুষ সঙ্গীর ওপর অযথা নির্ভরশীল না হয়ে নারীদের স্বাবলম্বী হয়ে ওঠার আহবান জানান তিনি।

প্রিয়াঙ্কার এ মন্তব্য অনেকেই সহজভাবে নিতে পারেননি। সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার ঝড় উঠেছে। অনেকেই বলছেন, এই মন্তব্যটি যদি কোনো ছেলে করতো, তাহলে নারীবাদীরা তাকে কিভাবে দেখতো?