‘থ্রি ইডিয়টস’কে ছাড়ালো ‘প্রেম রাতান ধান পায়ো’

২০১৫ নানা কারণে স্মরণীয় হয়ে থাকে ভারতীয় অভিনেতা সালমান খানের জন্য। এ বছরই মুম্বাইয়ে গাড়ি চাপা মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন তিনি। কিন্তু তারপর ‍মুক্তি পাওয়া দুটি সিনেমাই পরিণত হয়েছে সালমানের ক্যারিয়ারের সবচেয়ে ব্যবসাসফল সিনেমায়। সম্প্রতি মুক্তি পাওয়া ‘প্রেম রাতান ধান পায়ো’র আয়ের অঙ্ক এবার ছাড়িয়ে গেছে ‘থ্রি ইডিয়টস’

গ্লিটজ ডেস্কআইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Nov 2015, 08:43 AM
Updated : 28 Nov 2015, 02:24 PM

১২ নভেম্বর মুক্তি পাওয়া সিনেমাটি এ পর্যন্ত আয় করেছে ২০৩ কোটি ৫৩ লাখ রুপি।

মাত্র ১ কোটি রুপির ব্যবধানে এবার আমির খানের ‘থ্রি ইডিয়টস’কে ছাড়িয়েছে ‘প্রেম রাতান ধান পায়ো’২০০৯ সালে মুক্তি পাওয়া রাজকুমার হিরানি পরিচালিত সিনেমাটি ভারতে আয় করেছিল ২০২ কোটি রুপি।

চলতি বছর মুক্তি পাওয়া সালমানের ‘বাজরাঙ্গি ভাইজান’ ৩২০ কোটি রুপি আয় করে ভারতে সর্বোচ্চ আয়কারী সিনেমার তালিকায় উপরের দিকে উঠে গেছে আগেই। ‘প্রেম রাতান ধান পায়ো’ও এবার হাঁটলো সে পথে।

‘হাম সাথ সাথ হ্যায়’ সিনেমায় শেষবারের মতো নিজের অভিষেকের নির্মাতা সুরাজ বারজাতিয়ার সঙ্গে কাজ করেন সালমান খান। এরপর ১৬ বছর। রোমান্টিক হিরো প্রেমের চরিত্রে ৪৯ বছর বয়সী এই তারকার প্রত্যাবর্তনকে সাদরে গ্রহণ করেছে ভারতের দর্শক।

বছর শেষে বিশ্লেষকরা বলছেন, সালমান খানের দুটি সিনেমা দিয়ে এ বছর ৫০০ কোটি রুপির বেশি ব্যবসা করেছে বলিউড।