আইজিসিসির সন্ধ্যা মাতাবেন মৃদুলা

ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার (আইজিসিসি) এবার মাতাবেন তরুণ কণ্ঠশিল্পী মৃদুলা সমাদ্দার। শনিবার সন্ধ্যায় নজরুল সংগীত ও আধুনিক বাংলা গান গেয়ে শোনাবেন তিনি।

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Nov 2015, 10:41 AM
Updated : 26 Nov 2015, 10:41 AM

বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের তালিকাভুক্ত শিল্পী মৃদুলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগে উচ্চশিক্ষা নিচ্ছেন।

সরকারি-বেসরকারি পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়েছেন মৃদুলা। সার্ক শিশু পুরস্কার ২০০০ এবং জাতীয় পুরস্কারও পেয়েছেন তিনি।

টিভি রিয়ালিটি শো ‘এটিএন তারকা’র ২০০৬ সালের প্রতিযোগী তিনি।

মৃদুলা জড়িত আছেন বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে। বর্তমানে ‘জাতীয় খেলাঘর আসর’-এর সংস্কৃতি সম্পাদক তিনি।

নিয়মিত সলো অ্যালবাম বের করার পাশাপাশি নাটক, সিনেমায় প্লেব্যাক করছেন।

দীর্ঘদিন ধরে জনপ্রিয় ও বিজ্ঞ শিল্পীদের নিয়ে নিয়মিত গানের আসর আয়োজন করে আসছে আইজিসিসির গুলশান কেন্দ্র। প্রতি শুক্রবার ও শনিবার সন্ধ্যা ছটায় শুরু হয় শিল্পীদের পরিবেশনা। সবার জন্য উন্মুক্ত এই আয়োজন।