দুই আন্তর্জাতিক উৎসবে ‘মাই বাইসাইকেল’

বাংলাদেশি পরিচালক অং রাখাইন নির্মিত সিনেমা ‘মাই বাইসাইকেল’ এবার প্রদর্শিত হবে ইউরোপের দুটি চলচ্চিত্র উৎসবে।

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Nov 2015, 11:33 AM
Updated : 24 Nov 2015, 11:33 AM

এস্তোনিয়ার রাজধানী তালিনে ১৬ দিন ব্যাপী তালিন ব্ল্যাক নাইটস চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে ‘মাই বাইসাইকেল’। উৎসবের ওয়ার্ল্ড সিনেমা বিভাগের আওতায় তিন দিন চলবে সিনেমাটির প্রদর্শনী।

এছাড়া ‘মাই বাইসাইকেল’ দেখানো হবে রাশিয়ার উফা শহরের সিলভার আকবুজাত এথনিক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। ৯ ডিসেম্বর শুরু হয়ে উৎসবটি চলবে ১২ ডিসেম্বর পর্যন্ত।   

অং রাখাইন জানান, বাংলাদেশি দর্শকদের জন্য বাণিজ্যিকভাবে সিনেমাটি মুক্তি দেয়ার প্রক্রিয়া চলছে। ইতোমধ্যেই সেন্সর বোর্ডে জমা দেয়া হয়েছে ‘মাই বাইসাইকেল’। ছাড়পত্র পেলে শিগগিরই দেশে মুক্তি পাবে রাখাইন জীবনযাত্রাকে তুলে ধরা সিনেমাটি।