ইসরায়েলে জেনিফারবিহীন ‘মকিংজে পার্ট টু’র পোস্টার

বিশ্বের প্রায় সবগুলো দেশেই যখন 'দ্য হাঙ্গার গেইমসঃ মকিংজে পার্ট টু'র পোস্টারে জ্বলজ্বল করছেন ক্যাটনিস এভারডিন চরিত্রে রূপদানকারী জেনিফার লরেন্স, তখন ইসরায়েলে অবাঞ্চিত তিনি। ধর্মীয় কারণ দেখিয়ে দেশটিতে সিনেমার পোস্টার থেকে সরিয়ে নেয়া হয়েছে অস্কারজয়ী তারকা জেনিফার লরেন্সকে।

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Nov 2015, 10:36 AM
Updated : 23 Nov 2015, 10:36 AM

তীর-ধনুক হাতে লরেন্স নন, পোস্টারে কেবল চোখে পড়ছে সিরিজে বিপ্লবের প্রতীক মকিংজে পাখিটিকে। 

ওয়াইনেটকে দেয়া এক সাক্ষাৎকারে সিনেমাটির এক ইসরাইলি প্রতিনিধি জানান, "জেরুজালেমের মতো জায়গায় নারীর ছবি সম্বলিত পোস্টারগুলো সাধারণত ছিঁড়ে ফেলা হয়, আর নেই ব্রাক শহরে তো নারীদের পোস্টার লাগাতেই দেয়া হয় না।"

ইসরায়েলি ওয়েবসাইট হারটেজের মতে, নেই ব্রাক শহরের বাসিন্দাদের অনুভূতিতে আঘাত হানতে পারে, এ কথা মাথায় রেখেই মূলত নারীর ছবিসহ পোস্টার লাগানো নিষিদ্ধ করা হয়েছে শহরটিতে। পূর্বে পোস্টার নিয়ে হানাহানির ঘটনা ঘটেছে বলেই কোনো রকম ঝুঁকি নিতে চাননি ইসরায়েলি কর্তৃপক্ষ।

২০ নভেম্বর মুৃক্তি পেয়েই সিনেমাটি আন্তর্জাতিক বাজারে আয় করেছে প্রায় ২৫ কোটি মার্কিন ডলার। সমালোচকদের কাছ থেকেও 'মকিংজে পার্ট ওয়ান'-এর চেয়ে বেশি প্রশংসা পেয়েছে 'দ্য হাঙ্গার গেইমস' এর সবশেষ সিনেমা।