‘বাজিরাও মাস্তানি’র জন্য পারিশ্রমিক নেননি রানভির

সঞ্জয় লিলা বানসালির আলোচিত সিনেমা ‘বাজিরাও মাস্তানি’তে বাজিরাও চরিত্রে অভিনয় করেছেন রানভির সিং। একে নিজের ক্যারিয়ারের সবচেয়ে কঠিন চরিত্র দাবী করলেও, এই চরিত্রে তিনি অভিনয় করেছেন কোনো পারিশ্রমিক ছাড়াই।

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Nov 2015, 09:46 AM
Updated : 23 Nov 2015, 09:46 AM

বলিউড লাইফ বলছে, পর্দায় মারাঠি সেনানায়ক প্রথম পেশোয়া বাজিরাওয়কে মূর্ত করে তোলার জন্য কোনো পারিশ্রমিক না নিলেও সিনেমাটির লভ্যাংশে অংশীদার হয়েছেন রানভির। অর্থাৎ ‘বাজিরাও মাস্তানি’র আয়ের একটি অংশ যাবে রানভিরের পকেটে।

বলিউডে এই ধারা অবশ্য নতুন নয় । শাহরুখ খান থেকে শুরু করে অজয় দেবগনের মতো বড় মাপের তারকারা সিনেমার লভ্যাংশের অংশীদার হয়ে থাকেন। এই কাতারে যোগ দিয়েছেন দিপিকা পাড়ুকোন, ঐশ্বরিয়া রাই বচ্চনও।

‘বাজিরাও মাস্তানি’ এক ঐতিহাসিক প্রেমকাহিনিনির্ভর সিনেমা। এতে মাস্তানির ভূমিকায় দেখা গেছে দিপিকা পাড়ুকোনকে। সিনেমায় বাজিরাওয়ের প্রথম স্ত্রী কাশিবাঈয়ের ভূমিকায় অভিনয় করেছেন প্রিয়াঙ্কা চোপড়া।

প্রায় ১৩০ কোটি রুপি বাজেটে নির্মিত সিনেমাটি মুক্তি পাবে ১৮ ডিসেম্বর।