বিতর্কের মুখে ‘বাজিরাও মাস্তানি’

মুক্তির আগেই বিতর্কের মুখে পড়েছে সঞ্জয় লিলা বানসালির আলোচিত সিনেমা 'বাজিরাও মাস্তানি'। মারাঠি সেনানায়ক প্রথম পেশোয়া বাজিরাও ও তার দ্বিতীয় স্ত্রী মাস্তানির প্রেমকাহিনিকে কেন্দ্র করে নির্মিত সিনেমাটির বিরুদ্ধে ইতিহাস বিকৃতির অভিযোগ এনেছেন খোদ বাজিরাওয়ের এক বংশধর।

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Nov 2015, 07:14 AM
Updated : 22 Nov 2015, 07:14 AM

প্রসাদরাও পেশোয়া নামের এই ব্যক্তি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর কাছে একটি চিঠি লেখেন। তার দাবী, সিনেমাতে বাজিরাও, তার প্রথম স্ত্রী কাশিবাঈ এবং মাস্তানির চরিত্রগুলো ফুটিয়ে তোলার বেলায় অনেক ঐতিহাসিক ঘটনাই ‘বদলে’ দেয়া হয়েছে।

প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া জানাচ্ছে, প্রসাদরাও তার চিঠিতে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে সরকারকে বিষয়টি দেখতে বলেন এবং মুক্তির আগেই সিনেমাটি পযর্ালোচনা করে যথাযথ সিদ্ধান্ত নেয়ার দাবী জানান।

প্রসাদরাও মূলত সিনেমার ট্রেইলার এবং গানের অংশ দেখেই নিজের অভিযোগ দাখিল করেছেন। তিনি বলেন, “চলচ্চিত্রিক স্বাধীনতার নামে সিনেমাগুলো আজকাল প্রকৃত ঘটনাকেই বদলে দিচ্ছে। সিনেমাটির গানে বাজিরাওয়ের প্রথম স্ত্রী কাশিবাঈ এবং মাস্তানিকে দেখানো হয়েছে একসঙ্গে, যা ইতিহাসের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।” 

এছাড়াও সিনেমার ‘পিঙ্গা’ গানটিতে মারাঠি সংস্কৃতির অবমূল্যায়ন হয়েছে বলেই অভিমত জানান প্রাসাদরাও।

“ পিঙ্গা নাচ মারাঠি সংস্কৃতির একটি পরিচায়ক। কিন্তু একে একটি আইটেম গান বানিয়ে ফেলা হয়েছে।”