সেরা 'বন্ড' শন কনারি

ড্যানিয়েল ক্রেইগ, রজার মুর, পিয়ার্স ব্রসনানদের পেছনে ফেলে সবচেয়ে জনপ্রিয় 'বন্ড'- এর খেতাব পেলেন জেমস বন্ড চরিত্রটিকে প্রথম রূপালী পর্দায় নিয়ে আসা অভিনেতা শন কনারি।

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Oct 2015, 12:04 PM
Updated : 12 Oct 2015, 12:04 PM

ব্রিটিশ সাপ্তাহিক দ্য সানডে টাইমস সম্প্রতি সবচেয়ে জনপ্রিয় বন্ড খুঁজে বের করার এই জরিপ চালায়।

ইয়ান ফ্লেমিংয়ের লেখা এই কালজয়ী চরিত্রকে সিনেমায় প্রথম রূপ দেন স্কটিশ অভিনেতা শন কনারি। ১৯৬২ সালে 'ড. নো' সিনেমার মাধ্যমে জেমস বন্ড হিসেবে যাত্রা শুরু করেন তিনি।

৮৫ বছর বয়সী অস্কারজয়ী কনারি প্রথম স্থানটি দখল করে নিয়েছেন ৪৫.২ শতাংশ ভোট পেয়ে। ৩৪.৭ শতাংশ ভোট নিয়ে দ্বিতীয় স্থানেই আছেন বর্তমান বন্ড ড্যানিয়েল ক্রেইগ। সবচেয়ে বেশি 'বন্ড' সিনেমায় অভিনয় করা ব্রিটিশ অভিনেতা রজার মুর পেয়েছেন মাত্র ১০ শতাংশ ভোট।

সেরা বন্ড হতে না পারলেও ক্রেইগ অভিনীত 'স্কাইফল' এবং 'ক্যাসিনো রয়াল' সেরা দুটি বন্ড সিনেমা নির্বাচিত হয়েছে। 'স্কাইফল'-এর খলনায়ক স্প্যানিশ অভিনেতা হাভিয়ের বারডেম 'বন্ড' সিনেমার সেরা খল চরিত্রের স্বীকৃতি পেয়েছেন। তবে সেরা বন্ড গালর্ হয়েছেন 'ড. নো' সিনেমায় হানি রাইডার চরিত্রে অভিনয় করা উর্সুলা অ্যান্ড্রেস।