বক্স অফিসে শীর্ষে 'দ্য মার্শান'

বক্স-অফিসের শীর্ষ স্থানটি এখনও দখলে রেখেছে বিজ্ঞান কল্পকাহিনীভিত্তিক রোমাঞ্চধর্মী সিনেমা 'দ্য মার্শান'। মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডার বক্স-অফিসে মুক্তির দ্বিতীয় সপ্তাহ শেষে সিনেমাটি আয় করেছে ৩ কোটি ৭০ লাখ ডলার।

গ্লিটজ ডেস্কআইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Oct 2015, 10:09 AM
Updated : 12 Oct 2015, 10:09 AM

প্রথম দশ দিনেই সিনেমাটির আয় দাড়িয়েছে ১০ কোটি ৮৭ লাখ মার্কিন ডলার। চলতি সপ্তাহে ১০ কোটির বেশি আয় করা দ্বিতীয় সিনেমা এটি।

ম্যাট ডেমন অভিনীত 'দ্য মাশর্ান' সিনেমায় উঠে এসেছে মঙ্গল গ্রহের বৈরী পরিবেশে মার্ক ওয়াটনি নামক এক নভোচারীর অস্তিত্ব টিকিয়ে রাখার গল্প। এক প্রলয়ংকারী ঝড়ে মঙ্গলে আটকে পড়া মার্ক খুঁজে ফেরে পৃথিবীতে আবারও ফিরে যাওয়ার পথ।

এদিকে অ্যানিমেটেড সিনেমা 'হোটেল ট্রানসিলভানিয়া টু' চলতি সপ্তাহে আছে বক্স-অফিসের দ্বিতীয় স্থানে। 'হোটেল ট্রানসিলভানিয়া'র সিকুয়ালটি এ সপ্তাহে আয় করেছে ২ কোটি ৩ লাখ মার্কিন ডলার।

যদিও সার্বিকভাবে আয়ের ক্ষেত্রে এ সপ্তাহে কিছুটা পিছিয়েই আছে সনি পিকচার্সের ব্যানারে নির্মিত এই থ্রিডি অ্যানিমেটেড সিনেমাটি। গত সপ্তাহ থেকে ৩৯ শতাংশ কম আয় নিয়ে মুক্তির তৃতীয় সপ্তাহে সিনেমাটির মোট আয় দাড়িয়েছে ১১ কোটি ৬৮ লাখ মার্কিন ডলার।

পিটার প্যানের গল্প নিয়ে নির্মিত 'প্যান' সিনেমাটি এই সপ্তাহে রয়েছে তৃতীয় স্থানে। 'উলভারিন' খ্যাত হিউ জ্যাকম্যান অভিনীত এই সিনেমাটি আয় করেছে ১ কোটি ৫৫ লাখ মার্কিন ডলার। যদিও সমালোচকরা সিনেমাটি নিয়ে আশাহতই বলা চলে।

এছাড়াও এ সপ্তাহের শীর্ষ দশ জনপ্রিয় সিনেমার তালিকায় রয়েছে 'দ্য ইন্টার্ন', 'সিকারিও', 'মেইজ রানার; দ্য স্কর্চ ট্রায়াল', 'দ্য ওয়াক', 'ব্ল্যাক ম্যাস', 'এভারেস্ট' এবং 'দ্য ভিজিট'।