কৃষকদের হতাশা দূর করবেন দিপিকা

নানা পাটেকর ও আকশায় কুমারের পর এবার মহারাষ্ট্রের খরায় পীড়িত কৃষকদের সাহায্যে এগিয়ে এলেন অভিনেত্রী দিপিকা পাড়ুকোন। তার দাতব্য সংস্থা ‘লিভ লাভ লাফ’- এর মাধ্যমে কৃষকদের সাহায্য করবেন তিনি।

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Oct 2015, 09:27 AM
Updated : 12 Oct 2015, 09:27 AM

১০ অক্টোবর শুরু হলো দিপিকার ‘লিভ লাভ লাফ’ ফাউন্ডেশনের আনুষ্ঠানিক যাত্রা। মূলত মানসিক স্বাস্থ্য উন্নয়ন নিয়ে কাজ করার লক্ষ্যে গঠিত এই বেসরকারি সংস্থা সাহায্য করবে মহারাষ্ট্রের কৃষকদের।

হিন্দুস্থান টাইমস বলছে, প্রতিষ্ঠানটি উদ্বোধনের দিন এতে অংশ নিয়ে দিপিকাকে এই প্রস্তাব দেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাদনাভিস।

চলতি বছর অনাবৃষ্টির কারণে খরায় ফলন একদম কম হওয়ায় হতাশাগ্রস্ত হয়ে আত্মহননের পথ বেছে নিয়েছেন অনেক কৃষক।

দেবেন্দ্র বলেন, "আমরা গবেষণা করে দেখেছি, খরাপীড়িত কৃষকদের মধ্যে ৪০ শতাংশ এখন হতাশায় নিমজ্জিত। ফলে তারা আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন। দিপিকার ফাউন্ডেশন তাদের হতাশা দূর করার জন্য কাজ করতে পারে।"

ঘনিষ্ঠ সূত্র বলছে, মুখ্যমন্ত্রীর এই প্রস্তাবে রাজি হয়েছেন দিপিকা। তৎক্ষণাৎ তিনি ফাউন্ডেশনের কর্মীদের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন।