কন্যা শিশুদের জন্য গান

১১ অক্টোবর আর্ন্তজাতিক কন্যা শিশু দিবস ঘোষণা করেছে জাতিসংঘ। সেই দিবসটির প্রতি সম্মান জানাতেই কোক স্টুডিওর চতুর্থ সিজনে তৈরি হলো কন্যা শিশুদের জন্য গান ‘আই ওয়ানা ফ্লাই’। 

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Oct 2015, 10:29 AM
Updated : 11 Oct 2015, 10:29 AM

গানটি তৈরিতে ভূমিকা রেখেছেন গীতিকার জাভেদ আখতার ও বাঙালি সংগীত পরিচালক অনুপম রায়। বাঙালি কণ্ঠশিল্পী বাবুল সুপ্রিয় ও তার মেয়ে শর্মিলী গানটি গেয়েছেন। মূলত বাবা-মেয়ের সম্পর্কের নানা দিক তুলে ধরে গানটি। 

ইউটিউবে ২ অক্টোবর প্রকাশিত গানটির সংক্ষিপ্ত বিবরণীতে লেখা হয়, “গানটি কিশোরীদের ক্ষমতায়ন এবং তাদের বিরুদ্ধে সহিংসতা নির্মূলে জাতিসংঘের উদ্যোগের প্রতি গুরুত্বারোপের প্রতি জোর দেয়। প্রত্যেক কন্যা ও পিতা গানটির ভাবের সঙ্গে নিজেদের সম্পৃক্ত করতে পারবেন।”

হিন্দি ভাষায় মূল গানটি লিখেছেন জাভেদ আখতার আর সুরারোপ ও সংগীতায়োজন করেছেন অনুপম রায়। মূল গানের কিছূ অংশ অনুবাদ করে শুরুতে জুড়ে দিয়েছেন তিনি। গানের সমবেত অংশ কণ্ঠও মিলিয়েছেন অনুপম।

</div>  </p>