সুরকার রবীন্দ্র জেইন আর নেই

ভারতীয় সঙ্গীত পরিচালক রবীন্দ্র জেইন আর নেই। দীর্ঘদিন অসুস্থ থাকার পর শুক্রবার ৯ অক্টোবর মুম্বাইয়ের এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। তার বয়স হয়েছিল ৭১ বছর।

গ্লিটজ ডেস্কআইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Oct 2015, 06:39 AM
Updated : 10 Oct 2015, 09:53 AM

বান্দ্রার লীলাবতী হাসপাতালে শুক্রবার বিকাল সোয়া চারটা নাগাদ মৃত্যুবরণ করেন জেইন। বেশ কয়েকদিন ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন তিনি।

মঙ্গলবার ৬ অক্টোবর নাগপুরের এক হাসপাতালে প্রথম ভর্তি হন জেইন। অসুস্থ হয়ে পড়ায় সেদিন কনসার্টে অংশ নিতে পারেননি তিনি।

অবস্থার উন্নতি না হওয়ায় তাকে মুম্বাই নিয়ে আসা হয়। সেখানে লীলাবতী হাসপাতালে কৃত্রিম শ্বাসযন্ত্রের মাধ্যমে বেঁচে ছিলেন জেইন।

১৯৪৪ সালের ২৮ ফেব্রুয়ারি জন্ম নেয়া রবীন্দ্র জেইন ছিলেন জন্ম থেকেই অন্ধ। তার বাবা ছিলেন একজন সংস্কৃত পণ্ডিত ও আয়ুর্বেদ চিকিৎসক। সাত ভাইবোনের মধ্যে তিনি ছিলেন তৃতীয়।

ষাটের দশকে বাংলা সিনেমায় সঙ্গীত পরিচালনা করতেন জেইন। এরপর সত্তরের দশকের গোড়ার দিকে হিন্দি সিনেমায় সুর দিতে শুরু করেন। প্রায় ৪৫ বছরের বলিউড যাত্রায় জেইন সৃষ্টি করেছেন ‘গীত গাতা চাল’, ‘রাম তেরি গাঙ্গা ম্যায়লি’, ‘ফাকিরা’, ‘আঁখিও কে ঝারখো সে’,‘চোর মাচায়ে শোর’, 'ভিভাহ' এর মতো সুপারহিট সিনেমাগুলোর সঙ্গীত। এছাড়াও 'রামায়ন' এবং 'আলিফ লায়লা'র মতো জনপ্রিয় টিভি সিরিয়ালের সংগীতায়োজন করেছেন তিনি।