বন্ড হতে চান না কেন ক্রেইগ?

কিছুদিন বাদেই মুক্তি পাচ্ছে 'জেমস বন্ড' সিরিজের নতুন সিনেমা 'স্পেক্টার'। চতুর্থবারের মতো এতে ব্রিটিশ এই গুপ্তচরের ভূমিকায় অবতীর্ণ হতে যাচ্ছেন অভিনেতা ড্যানিয়েল ক্রেইগ আর সম্ভবত এটাই হতে যাচ্ছে তার বন্ড হিসেবে শেষ সিনেমা। 

গ্লিটজ ডেস্কআইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Oct 2015, 09:55 AM
Updated : 9 Oct 2015, 09:55 AM

সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেই বসলেন, তিনি দরকার হলে নিজের কব্জি কেটে ফেলবেন তবু বন্ডের চরিত্রে আর অভিনয় করবেন না। পরে অবশ্য ৪৭ বছর বয়সী এই ব্রিটিশ অভিনেতা বলেন, "অন্তত আরো এক বা দুই বছরের জন্য এটা নিয়ে ভাবতে চাই না।"

তিনি আরো বলেন, "আমি জানিনা এর পরের পদক্ষেপ কি। আমি কারো সঙ্গে কোনো কিছু নিয়ে আলোচনা করছি না। আমি যদি আরেকটা বন্ড চলচ্চিত্র করি, তবে সেটা হবে স্রেফ টাকার জন্য।"

২০০৬ সালে প্রথম এজেন্ট জিরো জিরো সেভেনের ভূমিকায় ক্রেইগকে দেখা যায় 'ক্যাসিনো রয়াল' সিনেমায়। এরপর ২০০৮ সালে 'কোয়ান্টাম অফ সোলেস' এবং ২০১২ সালে 'স্কাইফল' সিনেমায় অভিনয় করেছেন তিনি।