পোশাক কোম্পানির বিরুদ্ধে একজোট পাঁচ শিল্পী

হালের পাঁচ পপ তারকা বিয়ন্সে, জেয় যি, কানইয়ে ওয়েস্ট,  ফ্যারেল উইলিয়ামস এবং রিহানা প্যারিসভিত্তিক এক পোশাক কোম্পানির বিরুদ্ধে একজোট হয়েছেন। তাদের অভিযোগ কোনো অনুমতি না নিয়েই তাদের ছবি, নাম কিংবা গানের কথা ব্যবহার করে পণ্য।

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Oct 2015, 09:16 AM
Updated : 7 Oct 2015, 09:33 AM

হালের পাঁচ পপ তারকা বিয়ন্সে, জেয় যি, কানইয়ে ওয়েস্ট,  ফ্যারেল উইলিয়ামস এবং রিহানা প্যারিসভিত্তিক এক পোশাক কোম্পানির বিরুদ্ধে একজোট হয়েছেন। তাদের অভিযোগ কোনো অনুমতি না নিয়েই তাদের ছবি, নাম কিংবা গানের কথা ব্যবহার করে পণ্য বিক্রি করছে প্রতিষ্ঠানটি।

ইলেভেন প্যারিস নামক এই খুচরা পণ্য বিক্রয়কারী প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এই পাঁচ তারকা আইনি অভিযোগ দায়ের করেছেন। মঙ্গলবার নিউ ইয়র্কের আদালতে করা অভিযোগে বলা হয়, সতর্ক করার পরও ইলেভেনপ্যারিস তাদের ছবি, নাম কিংবা গানের কথা সম্বলিত পণ্য বিক্রয় করা বন্ধ করেনি।

ম্যানহ্যাটনের সোহো ডিসট্রিক্টের একটি দোকান এবং তাদের নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমেও পণ্য বিক্রি করেছে তারা।

অভিযোগে আরও বলা হয়, ইলেভেন প্যারিস অনুমতি ছাড়া বরাবরই প্রথম সারির তারকাদের ছবি, নাম কিংবা গানের কথা সম্বলিত পণ্য বিক্রি করে থাকে। তারা ট্রেডমার্ক আইনও মানছে না।

অনুমতি না নিয়ে তাদের ছবি ব্যবহারের ক্ষতিপূরণ দাবী করেছেন তারকারা। এ বিষয়ে ইলেভেন প্যারিস এখনও কোনো মন্তব্য করেনি।