শীর্ষ পাঁচ এশিয়ান ছবির মধ্যে 'অপু ত্রয়ী'

সত্যজিৎ রায়ের 'অপু ত্রয়ী' সেরা এশিয়ান চলচ্চিত্রের তালিকায় উপরের দিকে ঠাঁই করে নিয়েছে। সম্প্রতি বুসান চলচ্চিত্র উৎসবে এই ঘোষণা আসে।

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Oct 2015, 09:12 AM
Updated : 5 Oct 2015, 09:12 AM

দক্ষিণ কোরিয়ার বুসান শহরে অনুষ্ঠিত এই চলচ্চিত্র উৎসব সম্প্রতি প্রতিষ্ঠার ২০ বছরে পা দিয়েছে। আর তাই এ বছর সেরা এশিয়ান চলচ্চিত্রের তালিকা প্রকাশ করেছে উৎসব কর্তৃপক্ষ, যেখানে চতুর্থ অবস্থানে আছে সত্যজিৎ রায়ের 'অপু ত্রয়ী' অর্থাৎ 'পথের পাঁচালি', 'অপরাজিত' এবং 'অপুর সংসার' - এই তিনটি ছবির সিরিজ।

ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, এই তালিকা তৈরিতে অংশ নিয়েছেন ৭৩ জন চলচ্চিত্র বোদ্ধা। প্রত্যেকের পছন্দের সেরা ১০টি চলচ্চিত্রের তালিকা জমা দেয়ার পর মোট ৭৩০টি চলচ্চিত্র থেকে বাছাই করা হয়েছে চূড়ান্ত ১০০টি সিনেমা।

প্রত্যেক ৫ বছরে তালিকাটি হাল নাগাদ করা হবে বলে জানায় উৎসব কর্তৃপক্ষ।

এই তালিকায় শীর্ষে আছেন জাপানি পরিচালক ওজু ইয়াসুজিরোর সিনেমা 'টোকিও স্টোরি', দ্বিতীয় অবস্থানে আছে আরেক জাপানি নির্মাতা আকিরা কুরোসাওয়ার 'রশোমন', তৃতীয় অবস্থানে আছে হংকং-এর পরিচালক ওয়াং কার ওয়াইয়ের 'ইন দ্য মুড ফর লাভ',  সত্যজিৎ রায়ের 'অপু ত্রয়ী' আছে চতুর্থ স্থানে আর পঞ্চমে আছে তাইওয়ানের পরিচালক হাউ সাও-সিয়েনের সিনেমা ' আ সিটি অফ স্যাডনেস'।

ভারতবর্ষের নির্মাতাদের মধ্যে তালিকায় আরও আছে ঋত্বিক ঘটক, রাজ কাপুর, গুরু দত্ত, মিরা নায়ারের সিনেমা।