রাষ্ট্রীয় সফরে ভারতে মিম

ভারতের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আমন্ত্রণে বাংলাদেশ ইয়ুথ ডেলিগেশন ২০১৫র অংশ হচ্ছেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Oct 2015, 05:01 AM
Updated : 8 Oct 2015, 11:04 AM

২০১২ সাল থেকে শুরু হওয়া নিয়মিত এই আয়োজনে বাংলাদেশি চিকিৎসক, প্রকৌশলী, শিল্পী, সাংবাদিক, ব্যবসায়ী, শিক্ষার্থীদের নিয়ে গঠিত ১০০ জনের দলে থাকছেন তিনিও।

শনিবার এ উদ্দেশ্যে ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক মিলনায়তনে ভারতীয় দূতাবাসের বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত পঙ্কজ সরণের উদ্যোগে আয়োজন করা হয় ফ্ল্যাগ অফ ইভেন্ট। বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে সেখানে এসেছিলেন মিম।

মিম গ্লিটজকে জানিয়েছেন, ভারতের রাষ্ট্রীয় এই সফরে অংশগ্রহণকারীরা নয়া দিল্লী, আগ্রা, জয়পুর এবং কলকাতা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক এবং ঐতিহাসিক স্থান পরিদর্শন করার পাশাপাশি ভারতীয় রাষ্ট্রপতি প্রণব মূখার্জীর সঙ্গে দেখা করবেন।

“রাষ্ট্রীয় সফর নিয়ে আমি অনেক উত্তেজিত, কারণ বিষয়টা অনেক সম্মানের। সাথে আত্মতৃপ্তিরও। এর আগে শুটিং বা ব্যক্তিগত সফরে অনেকবারই ভারতে গিয়েছি। কিন্তু এবারের সফর একেবারেই আলাদা। রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতে নিজের দেশকে তুলে ধরার মতো গুরুদায়িত্বও আছে। সাংস্কৃতিক ব্যক্তিত্বদেরও মুখোমুখি হতে হবে। অন্যরকম এক অভিজ্ঞতার সফর হতে চলেছে এটি।”

মিম জানালেন, এ সফর শেষেই তিনি বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ‘ব্ল্যাক’ সিনেমার শুটিং করতে চলে যাবেন থাইল্যান্ডে। সামনেই দুর্গা পূজা। পূজা শুরুর আগে দেশে ফিরবেন।