সিনেমা হচ্ছে ‘গেইম অফ থ্রোন্স’ থেকে

মার্কিন টেলিভিশন নেটওয়ার্ক এইচবিওর জনপ্রিয় টিভি সিরিজ ‘গ্রেইম অফ থ্রোন্স’ থেকে নির্মাণ করা হবে সিনেমা। মূল উপন্যাসের রচয়িতা জর্জ আর আর মার্টিন নিজেই জানিয়েছেন একথা।

গ্লিটজ ডেস্কআইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Sept 2015, 09:59 AM
Updated : 28 Sept 2015, 09:59 AM

তবে সিনেমাটি তৈরি হবে টিভি সিরিজটি শেষ হওয়ার পর। মার্টিন জানিয়েছেন, সিনেমার সঙ্গে কোনো সম্পৃক্ততা থাকছে না তার। টিভি সিরিজের দুই চিত্রনাট্যকার ডিবি ওয়েইজ এবং ডেভিড বেনিয়ফই লিখবেন সিনেমার চিত্রনাট্য।

চলতি বছরের এমি আসরে প্রথমবারের মতো চারটি পুরস্কার জিতে নেয় ‘গেইম অফ থ্রোন্স’। এই সাফল্য উদযাপনের আয়োজনেই এসব কথা বলেন মার্টিন।

তিনি বলেন, “একটা সিনেমা তৈরি হবে, তবে আমি তাতে সম্পৃক্ত হচ্ছি না।”

“আমার অনেক কিছু করার আছে। সিনেমাটি এইচবিও, ডিবি এবং ডেভিডের ব্যাপার। আমার আরও দুটি উপন্যাস শেষ করতে হবে এবং এখনও অনেক কাজ রয়েছে। আমার উপরে রয়েছে প্রত্যাশার চাপ। আমি অনেক সময় নিয়ে লিখি এবং ভক্তরা রেগে যায় আমি আরো দ্রুত লিখি না বলে।”

এদিকে এক সূত্র জানিয়েছে, সিনেমাটি প্রিকুয়াল হিসেবেও আসতে পারে।

‘গেইম অফ থ্রোন্স’-এর দুনিয়ায় অনেক মূল্যবান উপকরণ রয়েছে এবং কখন থেকে গল্পটি শুরু করা যায়, এ ব্যাপারে কোনো বিধিনিষেধ নেই। তারা অতীতের নির্দিষ্ট একটি সময়কাল থেকে গল্প বের করার চেষ্টা করছে।”

ওদিকে, পঞ্চম সিজনে গড়ানো সিরিজটি দশম সিজন পর্যন্ত চলার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন বেনিয়ফ।

তিনি বলেন, “কোনো ভাবেই না। তারণ আমরা জানি, শেষে কি হবে এবং দ্রুতগতিতে আমরা সেদিকেই এগুচ্ছি।”