রবার্ট ডি নিরোর রাগ

ব্রিটিশ সাংবাদিক পিয়ার্স মরগ্যান বলেছিলেন, রবার্ট ডি নিরোর সাক্ষাৎকার নেয়া সবচেয়ে কঠিন। সেই কথাকেই আরও একবার সত্যি প্রমাণ করলেন অস্কারজয়ী এই তারকা। সম্প্রতি এক রেডিও অনুষ্ঠানে প্রশ্ন পছন্দ না হওয়ায় সাক্ষাৎকার ছেড়ে উঠে যান তিনি।

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Sept 2015, 12:05 PM
Updated : 23 Sept 2015, 12:05 PM

নতুন সিনেমা ‘দ্য ইন্টার্ন’-এর প্রচারের জন্য রেডিও সাংবাদিক এমা ব্রকেস সাক্ষাৎকার নিচ্ছিলেন ডি নিরোর। অনুষ্ঠানের এক পযর্ায়ে প্রশ্নের ধারা ‘নেতিবাচক’ মনে হওয়ায় রেগে যান এই ‘রেজিং বুল’ তারকা।

এক পযর্ায়ে তিনি বলে ওঠেন , “আমি এটা করছি না, ডার্লিং।”

ব্রকেস পাল্টা উত্তর দেন, “আমার মনে হয় আপনি বেশ উদ্ধত আচরণ করছেন।”

ডি নিরোও বলেন, “ওহ, তোমার মনে হচ্ছে, ‘ডার্লিং’ শব্দটি উদ্ধত?”

এরপর সাক্ষাৎকার ছেড়ে উঠে যান ডি নিরো।

হাফিংটন পোস্ট বলছে, ৯/১১-এর সন্ত্রাসী হামলার পর ট্রাইবেকা চলচ্চিত্র উৎসব প্রতিষ্ঠার প্রেক্ষাপটে করা একটি প্রশ্ন নিয়ে চটেছেন ডি নিরো।

এ বিষয়ে ব্রকেস হাফিংটন পোস্টকে জানান, “অভিনেতাদের জন্য আমার সমবেদনা আছে। আপনি নিশ্চয়ই জানেন তাদের অতি ব্যস্ত শিডিউলের ব্যাপারটি ভয়াবহ। সবার জন্য দীর্ঘ এক দিন ছিল সেটি। সিনেমায় তাকে আমার দারুন লেগেছে এবং প্রচারের খেলায় অংশ না নেওয়ার যে সাহস তিনি দেখিয়েছেন, তারও আমি প্রশংসা করি। এরপরও আমার দিক থেকে বিষয়টা কঠিন হয়ে দাড়ায়।”