২৩০০ ছবির গান

একটি গানের দৃশ্যায়নে ২৩০০ ছবি! স্টপ মোশন প্রযুক্তিতে নির্মিত 'কাট্টি বাট্টি' সিনেমার জন্য এতগুলোও ছবিই ব্যবহার করতে হয়েছে নির্মাতাদের।

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Sept 2015, 08:46 AM
Updated : 5 Sept 2015, 08:46 AM

‘লিপ টু লিপ’ শিরোনামের গানটি বেশ কিছুদিন ধরেই আলোচনায় আছে কাঙ্গানা রানাওয়াত ও ইমরান খানের টানা চব্বিশ ঘণ্টা চুমুর দৃশ্যে অভিনয়ের কারণে।

গানটিতে ব্যবহৃত স্টপ মোশন প্রযুক্তিতে একটার পর একটা স্থিরচিত্র জুড়ে দিয়ে তৈরি করা হয় চলমান দৃশ্য। নির্মাতারা দাবি করছেন ভারতে এ ধরনের প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা সিনেমার গান এটাই প্রথম।

স্টপ মোশনের কারণেই গানটির প্রতিটি ফ্রেমের ছবি তুলতে হয়েছে নির্মাতাদের। টানা তিন দিন ধরে তোলা ছবির মধ্যে ২৩০০টি ছবি জুড়ে তৈরি হয়েছে গানটি।

নিখিল আদভানির পরিচালনায় ‘কাট্টি বাট্টি’ মুক্তি পাচ্ছে ১৮ সেপ্টেম্বর।