‘গেইম অফ থ্রোন্স’-এর বিশ্বরেকর্ড

এসঙ্গে সবচেয়ে দেশে বেশি প্রচারিত হওয়ায় গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছে ফ্যান্টাসি ড্রামা সিরিজ‘গেইম অফ থ্রোন্স’। বিশ্বব্যাপী ১৭৩টি দেশে একযোগে প্রচারিত হয়ে রেকর্ড গড়েছে সিরিজটি।

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Sept 2015, 10:39 AM
Updated : 2 Sept 2015, 10:39 AM

ব্রিটিশ ট্যাবলয়েড দ্য ডেইলি এক্সপ্রেস বলছে, চলতি বছরের ২০ এপ্রিল ১৭৩টি দেশে একসঙ্গে প্রচারিত হয় ‘গেইম অফ থ্রোন্স’-এর পঞ্চম সিজনের দ্বিতীয় পর্ব। কোনো কোনো দেশে রাত দুটায় দেখানো হয়েছে অনুষ্ঠানটি।

এর মাধ্যমে ‘গেইম অফ থ্রোনস’ ভেঙ্গেছে অন্যতম জনপ্রিয় মার্কিন সিরিজ ‘সিএসআই’-এর রেকর্ড। মাত্র ৫ সপ্তাহ আগে ১৭১টি দেশে একযোগে প্রচারিত হয়ে গিনেস বুকে নাম তুলেছিল ‘সিএসআই'।

মার্কিন লেখক জর্জ আর আর মার্টিনের ফ্যান্টাসি উপন্যাস সিরিজ ‘এ সং অফ আইস অ্যান্ড ফায়ার’-এর কাহিনি অবলম্বনে নির্মিত হয়েছে ‘গেইম অফ থ্রোন্স’। এইচবিওর সিরিজটি প্রচারিত হচ্ছে ২০১১ সাল থেকে।