সালমানের জামিন বহাল

ভারতীয় অভিনেতা সালমান খানের জামিনের বিরূদ্ধে করা এক আপিল খারিজ করে দিয়েছেন মুম্বাইয়ের সুপ্রিম কোর্ট। মুম্বাইয়ে গাড়ি চাপা মামলায় নিম্ন আদালতের দেওয়া রায়ের বিরূদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করেছিলেন সালমান। এই মুহূর্তে চলছে তার শুনানি।

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 August 2015, 11:01 AM
Updated : 31 August 2015, 11:01 AM

রায়ে দোষী সাব্যস্ত সালমানের পাঁচ বছরের কারাদণ্ড হয়। পরে এর বিরূদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করেন সালমান।  রায় প্রকাশের সঙ্গে সঙ্গেই উচ্চ আদালতে জামিনের আবেদন করেন তিনি, যা মঞ্জুর করা হয়। সেই জামিনের বৈধতার প্রশ্ন তুলেই গাড়ি চাপার ঘটনায় ভুক্তভোগীদের একজন আপিল করেন সুপ্রিম কোর্টে। কিন্তু প্রধান বিচারক এইচ এল দাত্তুর নির্দেশে খারিজ করে দেওয়া হয়েছে সেই আপিল।

২০০২ সালের ২৮ সেপ্টেম্বর মধ্যরাতে মুম্বাইয়ের বান্দ্রা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে যায় সালমান খানের গাড়ি।  এ সময় ফুটপাতে ঘুমন্ত এক ব্যক্তি নিহত হন এবং অপর চারজন আহত হন। চলতি বছরের ৬মে এই মামলায় দোষী সাব্যস্ত করে সালমানকে পাঁচ বছরের কারাদণ্ড দেয় মুম্বাইয়ের এক নিম্ন আদালত।