নিকি মিনাজের মূর্তির 'হয়রানি' ঠেকাতে বেড়া

মার্কিন গায়িকা নিকি মিনাজের মোমের মূর্তির হয়রানি ঠেকাতে এর চারপাশে বেড়া দিতে হলো লাস ভেগাসে অবস্থিত মাদাম তুসো জাদুঘর কর্তৃপক্ষকে। 

গ্লিটজ ডেস্কআইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 August 2015, 11:18 AM
Updated : 29 August 2015, 11:18 AM

মিনাজের মোমের মূর্তিটি তৈরি করা হয় তার ‘অ্যানাকোন্ডা’ গানের একটি দৃশ্যের আদলে। বেশ কিছুদিন ধরে সেই মূর্তির সঙ্গে অশ্লীল অঙ্গভঙ্গি করে ছবি তুলতে দেখা গেছে দর্শনার্থীদের।

সম্প্রতি এমনই একটি ছবি প্রকাশিত হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। মধ্যবয়সী এক ব্যক্তির মিনাজের মূর্তির সঙ্গে অশ্লীল ভঙ্গীতে তোলা ছবিটি নিয়ে টুইটারে আলোচনার ঝড় ওঠে। জাদুঘর কর্তৃপক্ষকে এর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবী করেন কয়েক জন টুইটার ব্যবহারকারী।

অবশেষে মূর্তির চারপাশে বেড়া দিতে হলো মাদাম তুসো জাদুঘরকে।