শত কোটি ছাড়ালো ‘মিনিয়ন্স’-এর আয়

বিশ্বব্যাপী শত কোটি ডলারের বেশি আয় করে নতুন মাইলফলক ছুঁয়েছে ইউনিভার্সাল পিকচাসর্ের সিনেমা ‘মিনিয়ন্স’।

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 August 2015, 11:07 AM
Updated : 29 August 2015, 11:07 AM

আন্তজর্াতিক বাজারে ‘মিনিয়ন্স’ আয় করেছে ৬৮ কোটি ২০ লাখ ডলার। আর শুধু যুক্তরাষ্ট্রেই সিনেমাটি আয় করেছে ৩২ কোটি ১৯ লাখ ডলার।

‘মিনিয়ন্স’ জায়গা করে নিয়েছে সর্বকালের সেরা ব্যবসাসফল অ্যানিমেটেড সিনেমার কাতারে। এই তালিকায় শীর্ষে আছে ‘ফ্রোজেন’, দ্বিতীয় অবস্থানে আছে ‘টয় স্টোরি থ্রি’ আর তিন নম্বর স্থানটি এখন ‘মিনিয়ন্স’-এর দখলে।

ইউনিভার্সাল জানিয়েছে, প্রথমবারের মতো এক বছরে তাদের ব্যানারের তিনটি সিনেমা শত কোটির বেশি আয় করতে পেরেছে। ‘মিনিয়ন্স’ ছাড়াও এই রেকর্ডের ভাগীদার হলো ‘ফিউরিয়াস সেভেন’ (১৫১ কোটি ২০ লাখ) এবং ‘জুরাসিক ওয়ার্ল্ড’ (১৬২ কোটি ৮০ লাখ)।

১১টি দেশে এখন সবচেয়ে ব্যবসাসফল সিনেমার আসনে বসে আছে ‘মিনিয়ন্স’। এর মধ্যে আছে হাঙ্গেরি, ইন্দোনেশিয়া, লাটভিয়া, লিথুয়ানিয়া, ফিলিপাইন, রাশিয়া, স্লোভাকিয়াসহ বেশ কয়েকটি দেশ।

‘মিনিয়ন্স’ যুক্তরাষ্ট্রে মুক্তি পায় ১০ জুলাই।