এগিয়ে যাচ্ছে 'অল ইজ ওয়েল'

মুক্তির দিন ভাল সাড়া না পেলেও পরের তিন দিনে জমে উঠেছে অভিষেক বচ্চনের নতুন সিনেমা 'অল ইজ ওয়েল'-এর ব্যবসা। তবে নাওয়াজউদ্দিন সিদ্দিকির 'মাঝি দ্য মাউন্টেইন ম্যান'-এর ব্যবসার গতি বাড়েনি। 

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 August 2015, 10:56 AM
Updated : 26 August 2015, 10:56 AM

তৃতীয় দিনে ৭০ শতাংশ বেড়েছে অভিষেক বচ্চন এবং আসিন অভিনীত নতুন সিনেমা 'অল ইজ ওয়েল'-এর টিকিট বিক্রি।সমালোচকদের খুশি করতে না পারলেও দর্শকের আগ্রহ বাড়ছে এই রোমান্টিক কমেডির প্রতি।

ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস ইন্ডিয়া বলছে, তিন দিনে সিনেমাটি আয় করেছে ১১ কোটি ৯১ লাখ রুপি। বাণিজ্য বিশ্লেষক তারান আদর্শ টুইট করে জানান, “ 'অল ইজ ওয়েল'-এর আয় ক্রমাগত বাড়ছে। এর মধ্যে সপ্তাহের শেষ দিন রবিবার সিনেমাটির আয় হয়েছে সবচেয়ে বেশি, ৫ কোটি ৩ লাখ রুপি।”

উমেশ শুকলা পরিচালিত 'অল ইজ ওয়েল'-এ আরও অভিনয় করেছেন ঋষি কাপুর এবং সুপ্রিয়া পাঠক।

অপরদিকে সমালোচকদের মন জয় করলেও বক্স-অফিসে এগুতে পারছে না নাওয়াজউদ্দিন সিদ্দিকি এবং রাধিকা আপ্টের 'মাঝি দ্য মাউন্টেইন ম্যান'। যদিও সপ্তাহ শেষে কেতান মেহতা পরিচালিত সিনেমাটির আয়ের পালে হাওয়া লাগবে বলে ধারণা করেছিলেন বিশ্লেষকরা।

তারান আদর্শের টুইট অনুসারে, তিন দিনে 'মাঝি' আয় করেছে ৬ কোটি ৪৫ লাখ রুপি।