এবার কণ্ঠ পরিবর্তন করবেন কেইটলিন

কিছু দিন আগেই লিঙ্গান্তর এবং নাম পরিবর্তন করে গণমাধ্যমের নজরে এসেছেন কেইটলিন জেনার। আগে ব্রুস জেনার নামে পরিচিত সাবেক এই অলিম্পিক পদকজয়ী ক্রীড়াবিদ এখন চাইছেন অস্ত্রোপচারের মাধ্যমে কণ্ঠস্বরে পরিবর্তন আনতে।

গ্লিটজ ডেস্কআইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 August 2015, 12:22 PM
Updated : 4 August 2015, 02:18 PM

কিম কার্দাশিয়ানের সবেক সৎবাবা মনে করেন, তার পুরুষালী কণ্ঠস্বর তার বর্তমান নারী রূপের সঙ্গে খাপ খায় না। ‘আই অ্যাম কেইট’ নামের নতুন টিভি রিয়ালিটি শোয়ের একটি পর্বে মেয়ে কিমকে তিনি বলেন অস্ত্রোপচারের মাধ্যমে তিনি কণ্ঠে পরিবর্তন আনতে চান।

তবে কিম কার্দাশিয়ানের মতে এটা করা ঠিক হবে না তার বাবার জন্য।

তিনি প্রশ্ন করেন, “যদি তারা কোনো ভুল করে বসে এবং তোমার কণ্ঠস্বর চলে যায়?”

কেইটলিন তখন জানান তিনি তার অন্য রূপান্তরকামী বন্ধুদের সঙ্গে কথা বলে দেখেছেন, কণ্ঠস্বরের পরিবর্তনে তারা কী করেছে।

কিমকে তিনি আরও বলেন, হোটেলে রুম সার্ভিসের মানুষদেরকে তিনি ফোন করে পরীক্ষা করতেন, তারা তাকে ‘স্যার’ বা ‘ম্যাডাম’-কোন ডাকে সম্বোধন করছে।

নিজের ব্লগেও তিনি একথা লিখেছেন যে, নারীরূপের সঙ্গে তার কণ্ঠ খাপ খায় না।

“আমার মনে হয়েছে, আমাকে দেখাচ্ছে দারুণ এবং আমার সান্ধ্য পোশাকও খুব সুন্দর, এরপরও আমার কণ্ঠ নিয়ে একটা দুশ্চিন্তা থেকে যায়। এটা পুরোপুরি ঠিক নয়।”

তিনি আরও বলেন, “এটা আমাকে কিছুটা ভাবায়। আমি আশা করি, মানুষ আমার কণ্ঠ নয়, আমি কী বলছি, সেটাই শুনতে বেশি মনোযোগ দেয়।”