নতুন মাইলফলক ছুঁলো 'বাজরাঙ্গি ভাইজান'

মাত্র ১৫ দিনে বিশ্বব্যাপী ৪০০ কোটি রুপি ছাড়িয়েছে সালমান খান অভিনীত 'বাজরাঙ্গি ভাইজান'-এর আয়। দ্রুততম সময়ে ৪০০ কোটির সীমা পেরুনো প্রথম হিন্দি সিনেমা হওয়ার রেকর্ড গড়েছে এটি।

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 August 2015, 04:45 PM
Updated : 1 August 2015, 04:45 PM

ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস ইন্ডিয়া বলছে, ভারতের বাজারেও জমজমাট ব্যবসা করছে ঈদে মুক্তি পাওয়া সিনেমাটি। ১৫ দিনে ভারতে 'বাজরাঙ্গি ভাইজান' আয় করেছে ২৭৬ কোটি ৩৬ লাখ রুপি। অবশ্য প্রথম সপ্তাহেই লাভ উঠিয়ে নিয়েছে 'বাজরাঙ্গি ভাইজান'।

বিশ্লেষকরা বলছেন, মুক্তির তৃতীয় সপ্তাহে 'বাজরাঙ্গি ভাইজান'-এর আয়ে কিছুটা হলেও ভাটা পড়েছে৤ কারণ ৩১ জুলাই শুক্রবার মুক্তি পেয়েছে অজয় দেবগনের সিনেমা 'দৃশ্যাম'। থ্রিলার ধাঁচের এই সিনেমাটি বক্স-অফিসে এখন টক্কর দিচ্ছে 'বাজরাঙ্গি ভাইজান'এর সঙ্গে।

বাণিজ্য বিশ্লেষক তারান আদর্শ টুইটারে জানান, ৩১ জুলাই 'বাজরাঙ্গি ভাইজান' আয় করেছে ৪ কোটি ১১ লাখ রুপি। তবে ইতোমধ্যেই পেয়েছে সর্বকালের সেরা ব্লকবাস্টারের খেতাব।

তিনি আরও জানান, আন্তর্জাতিক বাজারে 'বাজরাঙ্গি ভাইজান' এ প‍র্যন্ত আয় করেছে ১২৮ কোটি রুপি। ধারণা করা হচ্ছে, শনি-রবিবার সাপ্তাহিক ছুটিতে সিনেমাটির আয় আরও বাড়বে।

পাকিস্তান-ভারত সম্পর্ক নিয়ে নির্মিত 'বাজরাঙ্গি ভাইজান' মুক্তি পেয়েছে পাকিস্তানেও৤ সেখানেও বক্স-অফিসে শীর্ষে আছে সিনেমাটি। কবির খান পরিচালিত 'বাজরাঙ্গি ভাইজান'-এর কাহিনি গড়ে উঠেছে এক ভারতীয় যুবক এবং এক পাকিস্তানি শিশুকে নিয়ে। এতে সালমান খানের সঙ্গে অভিনয় করেছেন কারিনা কাপুর খান, নাওয়াজউদ্দিন সিদ্দিকি এবং হারশালি মালহোত্রা।