সিনেপ্লেক্সে ‘অ্যান্টম্যান’

বিশ্বব্যাপী বক্স অফিস মাতানোর পর এবার ঢাকায় হাজির হয়েছে মারভেলের সুপারহিরো মুভি ‘অ্যান্টম্যান’। শুক্রবার ৩১ জুলাই থেকে বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে শুরু হবে ‘অ্যান্টম্যান’এর প্রদর্শনী।

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 July 2015, 02:51 PM
Updated : 30 July 2015, 02:51 PM

সুপারহিরো ‘অ্যান্টম্যান’এর শক্তি হল সে চাইলে পিঁপড়ার সমান ছোট হতে পারে, এরপর তার শক্তি বেড়ে যায় পিঁপড়ার মতই। কমিকবুক চিত্রশিল্পী স্ট্যান লি পিঁপড়ামানবকে সৃষ্টি করেন ১৯৬২ সালে।

১৭ জুলাই উত্তর আমেরিকায় মুক্তি পেয়েছে ‘অ্যান্টম্যান’। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন পল রুড, এছাড়া আছেন মাইকেল ডগলাস এবং এভানজেলিন লিলির মত তারকারা।

‘অ্যান্টম্যান’ নির্মাণ করেছেন ‘দ্য ব্রেক আপ’ খ্যাত পরিচালক পেটন রিড। মুক্তির পর এখন বিশ্বব্যাপী বক্স অফিসে শীর্ষে রয়েছে মারভেলের এই সুপারহিরো মুভিটি।