শুভর গাড়িতে বাসের ধাক্কা

সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন চিত্রনায়ক আরেফিন শুভ। বৃহস্পতিবার দুপুর ১২টা ৪০ মিনিটে রাজধানীর পল্টনের ইউবিএল মোড়ে শুভর গাড়িকে ধাক্কা দেয় মতিঝিল-মোহাম্মদপুর রুটের মৈত্রী পরিবহনের একটি বাস। 

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 July 2015, 02:10 PM
Updated : 30 July 2015, 02:10 PM

ঘটনার পরই পুলিশ বাসটিকে আটক করে শাহবাগ থানায় নিয়ে আসে। শাহবাগ থানার ডিউটি অফিসার জানান, ঘটনার পর শুভ একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।অফিসার আরও জানান, বাসের চালকের নাম কবির, তার কোনো ড্রাইভিং লাইসেন্স নেই। শুভর গাড়িকে ধাক্কা মারার পাশাপাশি লাইসেন্সবিহীন গাড়ি চালানোর অপরাধে তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতিও চলছে।

শুভ গ্লিটজকে জানান, বৃহস্পতিবার দুপুরে জিমন্যাস্টিক ফেডারেশন থেকে ফেরার পথে দুর্ঘটনাটি ঘটে।

“আল্লাহর রহমতে আমি বেঁচে গেছি। আরেকটু হলে আমি মরে যেতাম। ড্রাইভিং লাইসেন্স ছাড়া কবিরের মতো আরও অনেক ড্রাইভার গাড়ি চালাচ্ছে। এদের ব্যাপারে প্রশাসনের আরও কঠোর হওয়া উচিত। এদের হাতে সাধারণ যাত্রীদের জীবন ঝুঁকিপূর্ণ।”

আরেফিন শুভ এখন আশিকুর রহমানের ‘মুসাফির’ এবং সোহানুর রহমান সোহান পরিচালিত ‘জেদি’ সিনেমাতে অভিনয় করছেন। চুক্তিবদ্ধ হয়েছেন সোহেল আরমানের ‘ভ্রমর’ সিনেমাতে।