সুবিধাবঞ্চিত শিশুদের পাশে সাবিনা ইয়াসমিন

সুবিধাবঞ্চিত এবং অনাথ শিশুদের পুর্নবাসনের জন্য কাজ করে এমন একটি দাতব্য সংস্থার প্যাট্রন হিসেবে এবার বস্তির শিশুদের জন্য ফ্রি-আই ক্যাম্প উদ্বোধন করবেন বর্ষীয়ান কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন।

গ্লিজট প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 July 2015, 02:00 PM
Updated : 30 July 2015, 02:00 PM

সাবিনা ইয়াসমিন গ্লিটজকে জানান, কল্যাণপুরে বস্তির শিশুদের জন্য ফ্রি আই ক্যাম্প আয়োজন করেছে ডিসট্রেস্ড চিল্ড্রেন অ্যান্ড ইনফ্যান্ট ইন্টারন্যাশনাল (ডিসিআই)। শনিবার সকাল ১১টায় এর কার্যক্রম উদ্বোধন করবেন তিনি।

সংস্থাটি ইতোমধ্যে ঢাকার কল্যাণপুর ও মোহম্মদপুরে দুটি অনাথাশ্রম চালু করেছে।মোহম্মদপুরের অনাথাশ্রম পরিদর্শন করেছেন সাবিনা ইয়াসমিন।

এ বিষয়ে তিনি বলেন, “মোহম্মদপুরে বাচ্চারা দেখলাম অত্যন্ত সপ্রতিভ। আমি বেশ অবাক হলাম। পড়াশোনায় ভালো, গান গাইতে পারে, নাচতে পারে, ছবি আঁকতে পারে, আবৃত্তিও করে। আবার স্কাইপের মাধ্যমে আমেরিকান শিশু, যারা তাদের নিজের আয়ের মাধ্যমে এই সুযোগ করে দিচ্ছে, তাদের সঙ্গে কথাও বলছে অকপটে।”

বর্ষীয়ান এই কণ্ঠশিল্পীকে ডিসিআই তাদের প্যাট্রন হিসেবে সম্মানিত করে ২০১৪ সালের মে মাসে। সংস্থাটির তহবিল ও পরিচিতি গড়ে তুলতে ২০১৪ সালে আমেরিকায় আটটি শো করেছেন শিল্পী।