'নিজেকে পিকাসোর সঙ্গে তুলনা করি'

পপ সংগীতের দুনিয়ায় তার জুড়ি মেলা ভার। আর তাইতো আদর করে তাকে পপ সম্রাজ্ঞী ডাকেন তার ভক্তরা। কথা হচ্ছে মার্কিন গায়িকা ম্যাডোনাকে নিয়ে। সম্প্রতি নিজেই নিজের তুলনা করলেন চিত্রশিল্পী পাবলো পিকাসোর সঙ্গে। 

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 July 2015, 05:37 AM
Updated : 25 July 2015, 05:37 AM

দ্য ক্যানাডিয়ান প্রেসকে দেয়া এক সাক্ষাৎকারে ম্যাডোনা বলেন, কিংবদন্তী এই চিত্রকরের কাছে জীবনে এগিয়ে যাওয়া অনুপ্রেরণা খুঁজে পান তিনি।

তার ভাষ্যে, "আমি নিজেকে পিকাসোর সঙ্গে তুলনা করি। তিনি মৃত্যুর আগ পর্যন্ত ছবি এঁকেছেন, কারণ জীবন থেকে তিনি অনুপ্রাণিত হয়েছেন। আমিও তার মত জীবনের শেষ দিন পর্যন্ত গান গাইতে চাই।"

‘লাইক এ ভার্জিন’ খ্যাত এই গায়িকার মতে, সৃজনশীলতার কোনো নির্দিষ্ট বয়স নেই। ম্যাডোনার বিশ্বাস, বয়স বাড়লেও কমবে না তার সঙ্গীত সৃষ্টির ক্ষমতা।

তিনি বলেন, "আমার মনে হয়না সৃজনশীল হবার কোনো দিন-ক্ষণ রয়েছে। আমার ধারণা, আপনি ততক্ষণ নতুন কিছু সৃষ্টি করতে পারবেন যতক্ষণ আপনার মনে প্রকাশ করার মতো ভাবনা থাকবে।"

চলতি বছর ক্যারিয়ারের ১৩তম অ্যালবাম ‘রেবেল হার্ট’ প্রকাশের পর এবার রেবেল হার্ট ট্যুরে বের হয়েছেন ম্যাডনা।