‘জুরাসিক ওয়ার্ল্ড’- রেকর্ড গড়া চলছেই

বিশ্বব্যাপী আযের দিক থেকে এখন ‘টাইটানিক’ আর ‘দ্য অ্যাভেঞ্জার্স’-এর পরেই এখন স্থান ‘জুরাসিক ওয়ার্ল্ড’-এর। দেড়শো কোটি ডলার আয় নিয়ে সর্বকালের সবচেয়ে বেশি আয় করা সিনেমার তালিকায় তিন নম্বরে স্থান করে নিয়েছে সিনেমাটি।

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 July 2015, 02:16 PM
Updated : 23 July 2015, 02:16 PM

দুইশ কোটির বেশি আয় করে ‘দ্য অ্যাভেঞ্জার্স’ এবং ১৯৯৭ সালের সিনেমা ‘টাইটানিক’ রয়েছে দুই নম্বরে। ওদিকে ২৭৮ কোটি আয় নিয়ে এখনও পর্যন্ত সর্বকালের সবচেয়ে ব্যবসাসফল সিনেমার তালিকায় শীর্ষে রয়েছে জেমস ক্যামেরনেরই সিনেমা ‘অ্যাভাটার’।

কলিন ট্রেভরো নির্মিত ‘জুরাসিক ওয়ার্ল্ড কেবল যুক্তরাজ্যেই আয় করেছে ৬১ কোটি ৪৩ লাখ ডলার। ওদিকে বিশ্বের অন্যান্য দেশে মুক্তি পেয়ে এখনও পর্যন্ত সিনেমাটির আয় ৯০ কোটি ডলারের বেশি।

‘জুরাসিক ওয়ার্ল্ড’-এর এই সাফল্য এখন নির্মাতাদের অনুপ্রাণিত করেছে সিরিজটির আরেকটি সিকুয়াল তৈরিতে। 'জুরাসিক' সিরিজের চতুর্থ এই কিস্তিতে অভিনয় করেছেন ক্রিস প্র্যাট, ব্রাইস ডালাস হাওয়ার্ড এবং ভারতীয় অভিনেতা ইরফান খান।