‘দিনাজপুরের শতাধিক ইটভাটা কেন অবৈধ নয়’

দিনাজপুরে ‘জনবসতি ও ফসলি জমিতে গড়ে ওঠা’ শতাধিক ইটভাটা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়েছে হাই কোর্ট।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Nov 2014, 03:38 PM
Updated : 10 Nov 2014, 03:38 PM

সোমবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে এই আদেশ দেয়।

‘দিনাজপুরে জনবসতি ও ফসলি জমিতে শতাধিক ইটভাটা স্থাপন’ শীর্ষক দৈনিক বণিক বার্তায় প্রকাশিত একটি প্রতিবেদন আমলে নিয়ে আদালত এই আদেশ দেয়। বিচারকরা নিজেরাই ওই প্রতিবেদন আদালতে নিয়ে আসেন।

ওই প্রতিবেদনে বলা হয়, এসব ইটভাটা স্থাপনে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেয়া হয়নি। স্থানীয় প্রভাবশালীরা রাজনৈতিক ছত্রছায়ায় এ অবৈধ ইটভাটা স্থাপন করেছে। ইটভাটার কালো ধোঁয়ায় জমির ফসল ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি পরিবেশের দূষণ ঘটছে।

ফাইল ছবি

‘এলাকায় ছড়িয়ে পড়ছে হাঁপানি, এলার্জি, সর্দি-কাশিসহ নানা রোগ। আক্রান্তদের মধ্যে শিশু ও বৃদ্ধই বেশি। এসব ইটভাটা বন্ধে আন্দোলন-সংগ্রাম এবং প্রশাসনের কাছে অভিযোগ করেও কোনো প্রতিকার পায়নি এলাকাবাসী।’

একই প্রতিবেদনে বলা হয়, ‘দিনাজপুর জেলার ১৩টি উপজেলায় দেড়শ’রও বেশি ইটভাটা রয়েছে। এর মধ্যে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র আছে মাত্র ৫০টির।’

আদেশে রুল দেয়ার পাশপাশি পরিবেশ সচিব, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারকে আগামী ১০ ডিসেম্বরের মধ্যে এ বিষয়ে প্রতিবেদন দিতে বলা হয়েছে।