প্রাচীনতম বড় বিড়ালের জীবাশ্মের সন্ধান

তিব্বতে বিশ্বের সবচেয়ে প্রাচীন বড় বিড়ালের ফসিলের সন্ধান পাওয়া গেছে।

আন্তর্জাতিক ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Nov 2013, 12:07 PM
Updated : 14 Nov 2013, 06:04 PM

হিমালয়ের কাছে এক প্রত্নতাত্বিক খননকাজের সময় প্রায় ৬০ লক্ষ বছরের পুরোনো এই বিড়ালের মাথার খুলি খুঁজে পান মার্কিন ও চীনা জীবাশ্মবিদরা।

তুষারাঞ্চলের চিতাবাঘের মতো দেখতে এই বড় বিড়ালটির নাম দেয়া হয়েছে ‘প্যান্থেরা ব্লিথিয়ে’।

খুলিটির বয়স নির্ণয় করে জানা গেছে, এটি প্রায় ৪১ লক্ষ থেকে ৬০ লক্ষ বছরের পুরোনো।

তাছাড়া, জীবাশ্ম এবং এর ডিএনএ পরীক্ষা করে খুলিটি যে বিলুপ্ত হয়ে যাওয়া বড় বিড়ালের তাও নিশ্চিত হয়েছেন বিশেষজ্ঞরা।

মধ্য এশিয়াতে বিশাল আকৃতির এ বিড়ালের ফসিল পাওয়া যাওয়ায় বোঝা গেল, অাফ্রিকা নয় বরং এ অঞ্চলই প্রাচীন সেই বড় বিড়ালের আবাসস্থল এবং এখান থেকেই তারা গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে।

এর আগে ১৯৭০ এর দশকে তানজানিয়াতে প্রাচীন বিড়ালের দাঁতের জীবাশ্ম পাওয়া যায়।সেটির বয়স ছিল প্রায় ৩৬ লক্ষ বছর।

আর নতুন ফসিলটি ২০১০ সালে দক্ষিণপশ্চিমাঞ্চলীয় তিব্বতের প্রত্যন্ত জান্দা বাসিনে খননকাজ চালানোর সময়

খুঁজে পায় সাউদার্ন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের ডক্টর সেং ও তাঁর স্ত্রী জুয়ান লিউকে নিয়ে গঠিত জীবাশ্মবিদদের একটি দল।