পানি সংকট বাড়ছে

বৈশ্বিক তাপমাত্রায় বাড়তে থাকায় হুমকির মুখে ভবিষ্যতের কৃষি। চাষাবাদে পানির চাহিদা মেটানো সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে বলে ইঙ্গিত দিয়েছেন পরিবেশ বিজ্ঞানীরা। বর্তমানে প্রায় একশ’ কোটি মানুষ পানিসংকট মোকাবেলা করলেও এতে যোগ হতে পারে আরও পঞ্চাশ কোটি মানুষ।

ফজলে আজিমবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Oct 2013, 03:19 AM
Updated : 17 Oct 2013, 03:19 AM

এক প্রতিবেদনে বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ভার্জ জানিয়েছে, বৈশ্বিক তাপমাত্রা বেড়ে যাওয়ায় বিভিন্ন এলাকায় নতুন করে পানির সংকট দেখা দিচ্ছে। এ পরিস্থিতি মোকাবেলায় দ্রুত পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছেন পরিবেশ বিজ্ঞানীরা।

জার্মানির পোটসড্যাম ইন্সটিটিউট ফর ক্লাইমেট ইমপ্যাক্ট রিসার্চ-এর বরাতে জানা গেছে, বিশ্বের উষ্ণতা ক্রমেই বাড়ছে। এতে পানির স্তর নিচের দিকে নেমে যাওয়ায় কমে যাচ্ছে বিভিন্ন এলাকায় পানির স্তর। এতে নতুন করে পানির সংকটে পড়তে পারে প্রায় পঞ্চাশ কোটি মানুষ।

গবেষকরা আরও জানান, এখন বিশ্বের একশ’ কোটির বেশি মানুষ পানি সংকটে ভুগছে।

এনভায়রনমেন্টাল রিসার্চ জার্নালে প্রকাশিত প্রতিবেদনে গবেষকরা জানান, বৈশ্বিক তাপমাত্রা গড়ে দুই ডিগ্রি সেলসিয়াস বাড়লে নতুন করে ৪৮ কোটি ৬০ লাখ মানুষ তীব্রভাবে পানির সংকটে পড়বে।

এক বার্তায় কলাম্বিয়া ইউনিভার্সিটিস আর্থ ইন্সটিটিউট-এর পোস্টডক্টরাল রিসার্চ গবেষক টেস রুসো বলেন,‍ “পানি ব্যবহারে আমাদের সচেতনতার ঘাটতি আছে। কারণ আমরা মনে করি এটা দামে সস্তা।”

জাতিসংঘের এক প্রতিবেদন জানা গেছে বিশ্বের ৭০ ভাগ পানি ব্যবহৃত হয় কৃষিকাজে সেচ দিতে। উন্নয়নশীল দেশে তা ৯০ ভাগ পর্যন্ত ব্যবহৃত হয়। এতে ভবিষ্যতে খাদ্য উৎপাদনে কৃষিকাজেও পানির সংকট হতে পারে।

এমন পরিস্থিতিতে পানি নিয়ে ভবিষ্যতের্ চ্যালেঞ্জ মোকাবেলায় দ্রুত পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।