১,৯০০ ক্যাঙ্গারু নিধন করবে অস্ট্রেলিয়া

স্থানীয় পরিবেশকে ক্ষতির হাত থেকে বাঁচাতে  ১৯০০ ক্যাঙ্গারু নিধনের সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়ার সরকার।  সোমবার থেকে এ নিধনযজ্ঞ শুরু হবে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 May 2016, 01:58 PM
Updated : 13 May 2016, 01:58 PM

পরিবেশের ওপর ক্যাঙ্গারুর প্রভাব নিয়ন্ত্রণে বার্ষিক কর্মসূচির আওতায় এ ঘোষণা দেওয়া হয়। অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটরিতে (এসিটি) এ কাজ চলবে।

প্রতি সন্ধ্যায় ক্যাপিটাল টেরিটরি জুড়ে ১০ টি রিজার্ভ বন্ধ করে দিয়ে ১ হাজার ৯৯১ টি পর্যন্ত ক্যাঙ্গারু নিধন করা হবে বলে জানিয়েছে এবিসি নিউজ।

এসিটি সরকার সংশ্লিষ্ট ‘পার্কস অ্যান্ড কনজারভেশন’ এর পরিচালক দানিয়েল ইগলেসিয়াস বলেছেন, পূর্বাঞ্চলের ধূসর রঙা ক্যাঙ্গারু নিধন করতে চান তারা।

দানিয়েল বলেন, পূর্বাঞ্চলের ধূসর ক্যাঙ্গারু অনেক বেশি বেড়ে যাওয়ায় স্থানীয় পরিবেশের ওপর এর ধ্বংসাত্মক প্রভাব পড়তে পারে। ক্যাঙ্গারুগুলো নিধন করা না হলে কয়েকটি এলাকায় বন উজাড় হয়ে মারাত্মক অবস্থা সৃষ্টি হতে পারে। সেকারণেই এ প্রাণীগুলোর সংখ্যা নিয়ন্ত্রণ করা জরুরি।

পহেলা আগস্টের মধ্যে এই ক্যাঙ্গারু নিধন কার্যক্রম শেষ হবে। এর আগে গত দু’বছরে এসিটি এলাকায় প্রায় ৪ হাজার ক্যাঙ্গারু নিধন করেছে অস্ট্রেলিয়া।