ব্রিটিশ লাইব্রেরিতে লেননের গান

ব্রিটিশ লাইব্রেরিতে শেক্সপিয়রের রচনাবলি এবং ‘দ্য ম্যাগনা কার্টা’-র পাশে এবার স্থান পাবে ‘দ্য বিটলস’-এর গান। খবর এনডিটিভির।

জেনিফার ডি প্যারিস বিডিনিউজটোয়েন্টিফোরডটকমবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 May 2013, 08:23 PM
Updated : 23 May 2013, 08:23 PM

‘দ্য বিটলস’-এর ইতিহাস লেখক হান্টার ডেভিস সম্প্রতি ‘দ্য বিটলস’-এর মূল উদ্যোক্তা জন লেননের লেখা তিনটি গানের মূল কপি এবং কয়েকটি চিঠি ব্রিটিশ লাইব্রেরির কাছে হস্তান্তর করেছেন বলে জানা গেছে।

জন লেননের লেখা ব্রিটিশ লাইব্রেরিতে স্থান পাওয়া তিনটি গান হল ‘স্ট্রবেরি ফিল্ডস ফর এভার’, ‘শি সেইড শি সেইড’ এবং ‘ইন মাই লাইফ’।

সম্প্রতি ‘দ্য বিটলস’-এর সদস্যদের হাতে লেখা কয়েকটি গান কয়েক হাজার ডলারে বিক্রি হয়েছে।