কান উৎসবে শিরিন পাশা

কান উৎসবে চলচ্চিত্র ‘সীমান্তের চড়ুইভাতি’ প্রদর্শনের উদ্দেশে ফ্রান্সে যাচ্ছেন শিরিন পাশা।

চিন্তামন তুষারচিন্তামন তুষারবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 May 2013, 09:30 AM
Updated : 20 May 2013, 12:07 PM

৬৬তম কান চলচ্চিত্র উৎসবে ‘সীমান্তের চড়ুইভাতি’ প্রদর্শনের উদ্দেশে ফ্রান্সে যাচ্ছেন পরিচালক-প্রযোজক শিরিন পাশা।

এ বিষয়ে চলচ্চিত্রটির অভিনেতা ইমরান ইমু গ্লিটজকে বলেন, “কানের প্রডিউসার্স নেটওয়ার্কসের মাধ্যমে তার চলচ্চিত্রটি প্রদর্শন করার উদ্দেশে ফ্রান্সে যাচ্ছেন তিনি।”

তবে কবে যাচ্ছেন, এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারেননি ইমু।

চলচ্চিত্রটি কবে প্রদর্শিত হচ্ছে জানতে চাইলে ইমু বলেন, “এটা নির্ভর করছে প্রডিউসার্স নেটওয়ার্কস-এর সিদ্ধান্তের উপর।”

প্রযোজক এম এ জলিল অনন্তের নাম উল্লেখ তিনি আরও বলেন, “ওইভাবে দেখাতে চাইলে হল ভাড়া নিতে হবে অনন্ত ভাইয়ের মতো। এটা একরকমের স্বেচ্ছাশ্রম। প্রতি উৎসবেই নিজেদের মাধ্যমে নিজেদের চলচ্চিত্রের এমন প্রর্দশনীর আয়োজন করে প্রডিউসার্স নেটওয়ার্কস।”

চলচ্চিত্রটির গল্প নিয়ে ইমু বলেন, “১৯৫২ থেকে ১৯৮৪ সাল পর্যন্ত সাগর ও রাঙা নামের দুজন মানুষের স্বপ্নের যাত্রা নিয়ে গড়ে উঠেছে সিনেমাটির গল্প। সে স্বপ্ন দেশবিভক্তির কারণে ভেঙে যায়। কিন্তু বর্তমানে ওই স্বপ্নের খোঁজে বাংলাদেশে আসেন এক তরুণী। দুই প্রধান চরিত্রের একটিতে আমি, অন্যটিতে জিনাত আরা জামান অভিনয় করেছেন।”

চলচ্চিত্রটিতে আরও অভিনয় করেছেন-- জয়ন্ত চট্টোপাধ্যায়, কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়, রিদিমা প্রধান, নুসরাত জাহান নিশাত, হাসান সিনা, ফাহমিদা মিমি, মেসবাহ উল আলম, নার্গিস আখতার প্রমুখ।

চলচ্চিত্রটি যৌথভাবে প্রযোজনা করেছেন, শিরিন পাশা, আরিফুর রহমান ও জেনা হাওয়ার্ড।